178809

ওজন বাড়ছে? হতে পারে ১৩ রকমের ক্যানসার

দিন দিন ওজন বাড়ছে ? অনেক চেষ্টাতেও কিছুতেই কমাতে পারছেন না শরীরের বাড়তি মেদ ৷ তারপর একদিন হাল ছেড়ে দিলেন ৷ কিন্তু এই হাল ছেড়ে দেওয়ার আগে জেনে নিন, চিকিৎসকদের নতুন গবেষণায় এসেছে এক মারাত্মক তথ্য ৷ নতুন গবেষণা থেকে জানা গিয়েছে, ওবেসিটি থেকে হতে পারে ১৩ রকমের ক্যানসার !

প্রথমে ভাবা হতো পরিবারের মধ্যে কারও ক্যানসার হলেই, পরিবারের অন্য কারও ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে ৷ কিন্তু নতুন গবেষণা জানাচ্ছে, ক্যানসার হতে পারে নানারকম ভাবেই ৷ অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্টফুড কিংবা ওবেসিডি ৷ এগুলোও কারণ হতে পারে ক্যানসার হওয়ার পিছনে ৷

ইউনাইটেট ইম্পেরিয়াল কলেজের করা একটি গবেষণায় দেখা গিয়েছে, শরীরে অতিরিক্ত মেদ জমলে, ফ্যাট সেল থেকে যে হরমোন এবং প্রোটিন নিসৃত হতে শুরু করে তা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে ৷ এর থেকেই হতে পারে ক্যানসার !

চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে অতিরিক্ত মেদ হওয়ার ফলে হতে পারে খাদ্যনালীর ক্যানসার, অগ্ন্যাশয়ের ক্যানসার, পাকস্থলীর ক্যানসার, কোলন ও রেকটাম ক্যানসার, গলব্লাডারের ক্যানসার, ফুসফুস ও কিডনির ক্যানসার, স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার, ডিম্বাশয়ের ক্যানসার ৷

পাঠকের মতামত

Comments are closed.