178570

ডুবে যাচ্ছে ভিয়েতনাম !

সজল সরকার: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র স্তর যেভাবে বাড়ছে তাতে এশিয়ার দেশ ভিয়েতনামের অধিকাংশ অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভিয়েতনামের হই আন এবং আশেপাশের অনেক শহরই ২০২১ সালের মধ্যে ডুবে যাবে বলে বিবিসি’র এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সমুদ্র স্তর যেভাবে বাড়ছে তাতে ১শ বছরের মধ্যে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের মেকং ডেল্টার অধিকাংশ এলাকা থাকবে পানির নিচে, তখন ভিয়েতনামের বড় বড় গাছ ছাড়া আর বাকী অংশ হয়ত থাকবে পানির নিচে।

ভিয়েতনামের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয় আশংকা প্রকাশ করে জানিয়েছে ২১০০ সালের মধ্যে সমুদ্র সমতল এক তৃতীয়াংশ বৃদ্ধি পাবে যাতে হো চি মিন শহর ডুবে যাবে। শহরের পাশ দিয়ে থু বন নদী মিশেছে দক্ষিণ চীণ সাগরে এবং এ অঞ্চলের জনগণ প্রতিবছরই বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

২০১৫ সালে ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় জানায় সমুদ্রের পানি থেকে বাঁচতে এখন দরকার বেশি করে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করা ও বাড়ানো। ভিয়েতনামে ম্যানগ্রোব বনাঞ্চলের পরিমান নেহায়েত কম নয় কিন্তু দিনের পর দিন এ বণাঞ্চল কমে যাচ্ছে। ১৯৪০ সালে ভিয়েতনামে যে পরিমান ম্যানগ্রোভ বনাঞ্চল ছিল তা এখন অর্ধেকে নেমে এসেছে। হই আন শহরেও ম্যানগ্রোভ বনাঞ্চল বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ, তবে কৃত্রিমভাবে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৃদ্ধি অনেক কষ্টসাধ্য।

প্রাকৃতিক দূর্যোগের ফলে ভিয়েতনামের ম্যানগ্রোভ বনাঞ্চলের ক্ষতি হচ্ছে প্রতি বছর যা পূরণ হওয়ার আগেই আবারও কোন প্রাকৃতিক দূর্যোগ বয়ে যাচ্ছে। তবে সরকার ও বেসরকারি উদ্যোগে এখন ভিয়েতনামে চলছে ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধির কার্যক্রম এবং জনগণকে সচেতন করার জন্য এনজিওগুলো নানান কার্যক্রম পরিচালনা করছে।
সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.