178041

উত্তরপ্রদেশে হয়রানিবিরোধী দলের সঙ্গে একদিন !

সজল সরকার: ভারতের উত্তর প্রদেশে পুলিশ সদস্যদের নিয়ে হয়রানি-বিরোধী একটি দল গঠন করা হয়েছে যে বাহিনীটি শহরের বিভিন্ন এলাকায় ইভ-টিজিং ও নারীদের হয়রানির বিরুদ্ধে কাজ করবে। তবে অনেকেই হয়রানি বিরোধী এ দলকেই হয়রানি দল হিসাবে মনে করছেন। উত্তর প্রদেশের পুলিশ বিভাগ জানায়, অধিকাংশ ক্ষেত্রেই নারীরা হয়রানির শিকার হয় এবং তারা পুলিশে অভিযোগ করারও সাহস পায় না। এ ধরণের ঘটনায় যেন নারীরা বঞ্চিত না হয় সেজন্য পুলিশের এ বিশেষ বাহিনী কাজ করছে।

উত্তর প্রদেশের এক পার্কে গিয়ে হয়রানি বিরোধী এক জুটির সঙ্গে কথা বলতে গেলে তারা বেশ ইতস্তবোধ করেন এবং প্রথমেই বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। পরবর্তীতে অবশ্য তারা পুলিশ বাহিনীর সঙ্গে কথা বলেন এবং নারী হয়রানির বিষয়ে সচেতনামূলক বার্তা গ্রহণ করেন। তবে অনেক জুটিই অভিযোগ করেন তারা পুলিশের এ বিশেষ বাহিনীর হাতে হেনস্তা হয়েছেন এবং এক জুটি মার পর্যন্ত খেয়েছে পুলিশের হাতে। এ ব্যাপারে পুলিশের মুখপাত্র রাহুল শ্রীভাস্তভ বলেন, ‘কোন আনাড়ি পুলিশ সদস্য হয়ত এরকম কাজ করেছেন। আমরা প্রতিনিয়ত পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছি এ বিষয়ে। কারো ব্যক্তিগত বিষয়ে যেন এ বাহিনী হস্তক্ষেপ না করে সে বিষয়ে আমরা তাদেরকে প্রতিনিয়তই প্রশিক্ষণ দিচ্ছি।’

অভিলাষ ডেনিস নামের এক ব্যক্তি বলেন, ‘পার্কে অনেক লোকই আসে যারা অন্যদের দেখে খারাপ মন্তব্য ছুড়ে এবং নারীদের উত্যক্ত করার মত কাজকর্ম করে। পুলিশ বাহিনী যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাহলে পার্কের পরিবেশ সুন্দর থাকবে। কিন্তু অনেক সময়ই পুলিশ সেসব লোকজনকে কিছু না বলে বরং পার্কে বসে থাকা জুটিদেরই বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন।’ পুলিশ বাহিনী অবশ্য প্রাথমিক কিছু ভুলক্রটির কথা শিকার করেন এবং তাদের অভিযান শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নারীদের সাহস যোগাতেও কাজ করবে বলে জানান।
সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.