177878

সৌদি আরবে ই-কমার্সের সম্ভাবনা অনেক

জামাল হোসেন: শুধু মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ আরও অনেক দেশের তেলের কারণে তারা অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী। আর এসব উন্নত দেশে ই-কমার্সের যাত্রা সবে মাত্র শুরু। যেখানে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ ই-কমার্সে অনেক এগিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে অল্প কিছু অনলাইন ব্যবসা শুরু হয়েছে। অনলাইন ফ্যাশন দোকান “জেবং” এর পরিচালক প্রতীক গুপ্ত, “ম্যাক কিন্সে অ্যান্ড কোং” এর কার্যনির্বাহি অঙ্কিত ওয়াধওয়ার এবং কানওয়াল সরফরাজের হাত ধরে যাত্রা শুরু ই- কমার্সের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, মিশর ও লেবানন সহ বেশ কিছু দেশে ই-কমার্সের চাহিদা দিন দিন বাড়ছে। “জেবং” শুধু মাত্র ১০ মাসের মধ্যে “আল তায়ার ট্রাভেল গ্রুপ” এর সাথে ৬৭ মিলিয়ন ডলারের তহবিল গঠন করে ফেলে। “জেবং” এর পরিচালক প্রতীক গুপ্তার মতে, মধ্যপ্রাচ্যে ই-কমার্সের চাহিদা ও গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। এতে করে মধ্যপ্রাচ্যে ই-কমার্সের একটি বিশাল বাজার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের বেকারদের জন্য একটি কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন ওখানকার বর্তমান অনলাইন ব্যবসায়ের মালিকরা। “আল তায়ার ট্রাভেল গ্রুপ” এর পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন নাসের আল দাউদ বলেন, “আমরা দেখেছি ওয়াদি ডট কম অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রধান গুরুত্বপূর্ণ ই-কমার্স হয়ে উঠেছে। তারা পণ্যের বিশাল বাজার গড়তে সক্ষম হয়েছে। আমরা তাদেরকে কার্গো ও লজিস্টিক সমর্থন দিতে আগ্রহী”। বর্তমানে এইসব অনলাইন প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা গ্রাহক সেবা প্রদান করছে।

পাঠকের মতামত

Comments are closed.