177653

যেভাবে লাদেনের চেহারা শনাক্ত করা হয়েছিল

নূসরাত জাহান: ছয় বছর আগে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিলের সদস্যরা। পাকিস্তানে আত্মগোপনে থাকা লাদেনকে খুব গোপনের হত্যা করে নেভি সিলের সদস্যরা। এমনকি পাকিস্তান সরকারও সেই অভিযান সম্পর্কে জানতো না। লাদেন বধ অভিযান নিয়ে রয়েছে গোপনীয়তা। এ অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র সেভাবে মুখ খোলেন। তাইতো এ অভিযান নিয়ে এখনো রয়েছে অনেক কৌতুহল ও প্রশ্ন। লাদেন হত্যার ছয় বছর পর ওই অভিযান অংশ নেওয়া নেভি সিলের সেই অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

নেভি সিলের সদস্য রবার্ট ও’নেইল ‘দ্য অপারেটর: ফায়ারিং দ্য শ্যুটস দ্যাট কিলড বিন লাদেন’ শীর্ষক বইয়ে লাদেনের হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

বইয়ে তিনি লিখেছেন, লাদেনের মুখে তিনটি গুলি করেছিলেন তিনি। আল-কায়দা প্রধানকে তিনিই হত্যা করেছেন। গুলিতে ঝাঁঝরা লাদেনের মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে শনাক্ত করতে মুখমণ্ডলের ছিন্নভিন্ন অংশগুরো একসঙ্গে জুড়তে হয়েচিল। তার দাবির সত্যতা ডাচাই করা না গেলেও অভিযানের খুঁটিনাটি এভাবে বর্ণনা করে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন রবার্ট।

পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে স্ত্রী ও ১৭ সন্তান নিয়ে থাকতেন লাদেন। ২০১১ সালের ২ মে সেখানেই অভিযান চালান নেভি সিলের সদস্যেরা। রবার্টের দাবি, ঘটনার রাতে পাঁচ-ছ’জন নেভি সিল সদস্যকে নিয়ে তিনি ওই বাড়িতে ঢোকেন। সিঁড়ি বেয়ে তিনতলার উঠতেই সামনে পড়ে যান লাদেনের ছেলে খালিদ। সঙ্গে সঙ্গে খারি; লুকিয়ে পড়ে। নেভি সিলের এক এজেন্ট খালিদকে বরে হয়ে আসতে বলেন। এরপর খালিদ সামনে আসলেই তার মুখে গুলি করা হয়।

লাদেনর খোঁজ করছিলেন রবার্ট ও তার সঙ্গীরা। আশপাশে তখন আর কেউ নেই। রবার্ট তার সামনের সহকর্মীর কাঁধে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার ইশারা করেন। আচমকা পর্দা সরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েন তারা। তাদের দুজনকে দেখে ঘরের নারীরা চিৎকার করে ওঠেন। রবার্ট এগিয়ে যান। সেখানেই ছিলেন লাদেন। সামনে তার এক স্ত্রী।

রবার্ট আরো লিখেছেন, এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে গুলি ছোড়ের লাদেনের মুখে। ট্রিগারে চাপ দিতেই তার মুখ ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই ঘরে ছুটে আসেন নেভি সিলের অন্য সদস্যরা। ঘরের আর এক কোণে একটি দু’বছরের বাচ্চার সঙ্গে তখনও কাঁপছিলেন ওসামার ওই পত্নী। ৯০ মিনিটের সেই অভিযান শেষে আফগানিস্তানে নেভি সিলের সদস্যরা ঘাঁটিতে ফিরে আসেন।

সূত্র: ডেইলি মেইল।

পাঠকের মতামত

Comments are closed.