177311

ঐশ্বরিয়ার অজানা কথাগুলো

নূসরাত জাহান: ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে গেছেন খ্যাতির শীর্ষে। তিনি হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এখন তার বিশ্বজোড়া খ্যাতি। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই রয়েছে তার জনপ্রিয়তা। আসুন জেনেই নেই ঐশ্বরিয়ার কিছু অজানা কথা।

১. ভারতের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন। সেখানে ঐশ্বরিয়া রায় বাচ্চনকে আমন্ত্রণ জানিয়েছিলেন বুশ। তবে কাজের ব্যস্ততার কারণে বুশের আমন্ত্রণ গ্রহণ করতে পারেননি তিনি।

২. ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের অন্যতম সদস্য ঐশ্বরিয়া। অভিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর তিনি হয়ে যান বচ্চন পরিবারের বধূ।

৩. ১৯৯৪ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসরে ঐশ্বরিয়া ভারতের প্রতিনিধিত্ব করেন। ৮৭ দেশের সুন্দরীদের পরাজিত করে তিনি সেরা সুন্দরীর খেতাব জয় করেন।

৪. ভারত ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন দিকে ঐশ্বরিয়ার পদচারণা রয়েছে। তিনি বলিউড়ের সিনেমাতেও অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। তার অভিনীতি আলোচিত সিনেমার মধ্যে রয়েছে, খাকি, ধুম-২, ব্রাইড অ্যান্ড প্রিজিউজ।

৫. নেদারল্যোন্ডেসও সমানভাবে জনপ্রিয় ঐশ্বরিয়া। এমনকি সেদেশের একটি টিউলিপ বাগানের নাম ঐশ্বরিয়ার নামে রাখা হয়েছে।

৬. ঐশ্বরিয়া যখন হাইস্কুলের শিক্ষার্থী তখন তিনি তার আইডলের সঙ্গে দেখা করার সুযোগ পান। তিনি হলেন বলিউড অভিনেত্রী রেখা। এর অনেক বছর পর রেখা ঐশ্বরিয়াকে দেখে চিনতে পারেন। কারণ তার সুন্দর চেহারের কারণেই তাকে মনে রেখেছিলেন রেখা।

৭. ফ্রান্সেও খুব জনপ্রিয়া ঐশ্বরিয়া। একবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে মজার বিষয় হলো তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যাকে কানের জুরি বোর্ডের সদস্য হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

৮. ঐশ্বরিয়া রায়ের একবার পা ভেঙে গিয়েছিল। ২০০৩ সালে খাকি সিনেমার শুটিংয়ের সময় তিনি দুর্ঘটনার পড়েন এবং পা ভেঙে ফেলেন।

৯. মজার বিষয় হলো ছোট বেলায় ঐশ্বরিয়া কখনই অভিনেত্রী হতে চাননি। তিনি মেডিসিনের ওপর পড়ালেখা ও ডিপ্লোমা ডিগ্রি নিতে চেয়েছিলেন। কলেজে পড়ার সময় তার প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা।

১০. অপেরা উইনফ্রের শোয়ে একবার ঐশ্বরিয়াকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই শো দেখার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: ওয়ার্ল্ড বিজ।

পাঠকের মতামত

Comments are closed.