176781

বেনজির ভুট্টোর পরিবর্তে শি জিনপিং!

নূসরাত জাহান: চীনকে কাছে পেতে নিত্য নতুন কৌশল নিচ্ছে পাকিস্তান। চীনকে কাছে রাখলে চির প্রতিদ্বন্দ্বী ভারততে চাপে রাখা তাদের জন্য সহজ হবে। সেই কাজটি তারা করছে। তাইতো ইসলামাবাদের বেনজির ভুট্টোর নামে থাকা বিমানবন্দরের নামে পরিবর্তন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে রাখা হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রকাশে পর হইচই পড়ে যায়। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় ওঠে বিতর্কের ঝড়। বিরোধী দলগুলো বিরোধিকা করা শুরু করে। পরে জানা গেলো এটি আসলে এপ্রিল ফুল।

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতেই কোনো সুযোগ ছাড়ছে না পাকিস্তান। ইসলামাবাদের কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নামে থাকা বিমানবন্দরের নাম পরিবর্তন করতে তারা দুইবার ভাবছে না। পাকিস্তানের নাগরিকদের জনমত যাচাই না করেই নওয়াজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পরেই সে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। সরকার বিরোধী পোস্টে ভরৈ যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভও কেরছে পিপলস পার্টির নেতা রহমান মালিক।

তবে কিছু সময় পরেই যারা বিরোধিতা করেছিল তাদের ভুল ভাঙে। না বুঝে কি করেছেন তা ভেবেই নিজেরাই হাসতে থাকেন। কেউ বা আবার তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত পোস্ট প্রত্যাহারও করে নিয়েছে। তারা বুঝতে পারেন আচ্ছা বোকা বনে গিয়েছেন! হুবহু গুরুত্বপূর্ণ খবরের কাঠামোতে ছাপা ওই খবরটিই আসলে ছিল ভুয়ো। পাঠকদের এপ্রিল ফুল করতেই এমন খবর ছাপা হয়েছে। প্রতিবেদনে নিচে চীনা রাষ্ট্রপতির ছবি দিয়ে তার উপরে বড় হরফে এপ্রিল ফুল’সে ডে।

প্রথম প্রথম খবর পড়ে অবশ্য প্রথমে বোঝার কোনও উপায়ই ছিল না যে এটা ভুল খবর। খবরটা বিশ্বাযোগ্য করতে বলা হয়, সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগ নেতাদের মধ্যে এই নিয়ে এটি বৈঠক হয়। এ বৈঠকে ছয় দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন রাখতে চীনের প্রেসিডেন্টের নামে নাম রাখা হয়। জুলাইয়ের শুরুতে সেই বিমানবন্দরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে সস্ত্রীক চীনের প্রেসিডেন্টকে। উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। এমনকি ওই খবরে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের ইমরান খানেরও একটি ভুয়ো টুইটার পোস্ট তুলে ধরা হয়। তিনি টুইটে লিখেছেন, ‘পাকিস্তান মুলসিম লিগ বিক্রি হয়ে গিয়েছে। তারা এবার চীনকে তুষ্ট করতে চাইছেন।’

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

পাঠকের মতামত

Comments are closed.