176374

পাইথনের পেট কেটে বেরল আকবর

রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ইন্দোনেশিয়ার ২৫ বছর বয়সী যুবক আকবর।৭২ ঘণ্টা পর তার খোঁজ মিলল পাইথনের পেটে! পাইথনের পেট কেটে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ।
২৩ ফিট লম্বা পাইথনের পেট কেটেই আকবরের দেহ উদ্ধার করেছে ইন্দোনেশিয়ান পুলিশ।
পাইথন মানুষ খেয়েছে, এমন খবর পৃথিবীর ইতিহাসে বিরল। আকারে ছোট শিশু কিংবা অন্য কোনও প্রাণী পাইথনের শিকার হলেও পূর্ণ দৈর্ঘ্যের মানুষ পাইথনের শিকার হয়েছে এমন ঘটনা এক-দুটোই আছে। যেমন এই ঘটনা সেই বিরল নজিরগুলোর মধ্যে একটা।

‘রেটিকুলেটেড অজগর’ পৃথিবীর সব থেকে বড় সরীসৃপদের মধ্যে একটি। এরা সাধারণত তাদের শিকারকে গ্রাস করার আগে শিকারের শ্বাসরোধ করে খুন করে। আকবরের ক্ষেত্রেও একই রকম ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

Comments are closed.