176377

এবার ভীষ্মের চরিত্রে দেখা যেতে পারে বলিউডের ‘শাহেনশাহ’-কে!

জ্ঞানপীঠ পুরস্কারজয়ী এম টি বাসুদেবন নায়ারের উপন্যাস অবলম্বনে বহুভাষিক সিনেমা ‘রান্দামুঝাম’ সিনেমায় অমিতাভ যাতে ভীষ্মের ভূমিকায় অভিনয় করেন, তার একটা উদ্যোগ শুরু হয়েছে। প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা তথা এই সিনেমার পরিচালক এন এ শ্রীকুমার মেনন বলেছেন, অমিতাভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনা চলছে। পরিচালক বলছেন, ওই চরিত্রের জন্য সবচেয়ে যোগ্য অভিনেতা বিগ বি। যদিও তাঁর কাছ এখনও সম্মতির অপেক্ষায়।

১৯৮৪-তে রান্দামুঝাম-এ দ্বিতীয় পাণ্ডব ভীমের দৃষ্টিভঙ্গি থেকে মহাভারতের কাহিনী নতুনভাবে লেখেন নায়ার।

শ্রীকুমার জানিয়েছেন, দুটি পর্বে এই সিনেমার বাজেট ৭০০ থেকে ৮০০ কোটি টাকা, এটিই হবে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। হিন্দি, মালয়ালাম, তামিল, তেলগু, ও ইংরেজিতে মোট ৫টি ভাষায় এই সিনেমার দৃশ্যগ্রহণ করা হবে। পরে সমস্ত ভারতীয় ভাষা ও কয়েকটি বিদেশী ভাষায় ডাবিং করা হবে। ২০১৯-র শেষে বা ২০২০-তে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.