176355

এদের কাছে ষাটোর্দ্ধ জীবন মানে- ইয়ে তো সির্ফ জওয়ানিকা শুরুয়াত হ্যায়

দিল্লির চার ‘দিদা’ প্রমাণ করে দিলেন ‘লাইফ বিগিনস অ্যাট ৪০’কথাটির সত্যতা, তবে তাদের জীবন শুরু হয়েছে ৪০-এ নয়, ৬০-এ এসে। তাঁরা আবারও মনে করিয়ে দিলেন, বয়সটা কোনো সমস্যাই নয়, যদি মন থাকে তারুণ্যে ভরা।

সরিতা মানোচা (৬২), প্রতিভা সবরওয়াল (৬১), নীরু গাঁধী (৬০) ও মণিকা চানানা (৫১)— ২০১৬-এ দিল্লির এই চার বাসিন্দা তাঁদের ভ্রমণ শুরু করেন। সড়ক পথে ৪৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, দিল্লি থেকে রামেশ্বরম পৌঁছেছিলেন তাঁরা ২৯ দিনে।

নিজেরাই গাড়ি চালিয়ে এই ট্রিপ করেন বলে তাঁরা নিজেদের পরিচয় দেন ‘নানিজ অন হাইওয়ে’ নামে। ফেসবুকে ‘এজ নো বার’ নামে একটি পেজ রয়েছে যেখানে তাঁদের ভ্রমণবৃত্তান্তের আপডেটস পাওয়া যায় । ২০১৭-এ তৈরি হওয়া পেজটির ফলোয়ারের সংখ্যা এর মধ্যেই ১০০০ ছাড়িয়েছে।
প্রসঙ্গত, পথ চলতে গিয়ে গাড়ির টায়ার পালটানো থেকে শুরু করে ছোটখাট কাজ তাঁরা নিজেরাই করে নেন।

২০১৭-র মার্চ মাসের ৬ তারিখে আবারও এক বার তাঁরা বেরিয়ে পড়েছেন। এ বার রাজস্তান ও গুজরাত ঘুরে বাড়ি ফিরবেন ‘নানি’রা।

এ বছরের ট্রিপের নবম দিনে তখন তাঁরা গুজরাটে। রাজ্যের পালানপুর জেলার আমুল ডেয়ারিতে তিন ‘দাদি’র সেলফি।

মরুরাজ্যে তিন ‘দাদি’।

(ছবি সৌজন্যে হাইওয়ে নানিজ-দের ফেসবুক পেজ ‘এজ নো বার’)

 

পাঠকের মতামত

Comments are closed.