176213

ভারত-পাক সম্পর্ক ঠিক রাখার জন্যই পাকিস্তানে মুক্তি পাচ্ছে না বেগম জান?

সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম বলিউডি ছবি ‘বেগমজান’ এখন টক অফ দ্য টাউন৷ বাংলার বক্স অফিসে সৃজিতের ‘রাজকাহিনি’ খুব একটা সফল না হলেও, এই ছবিরই বলিউড সংস্করণ বেগমজান নিয়ে আশাবাদী সব্বাই, তবে এর মাঝেই পাকিস্তান জানিয়ে দিল, বেগমজান দেখানো হবে না পাকিস্তানে !

খবর অনুযায়ী, পাকিস্তান সেন্সর বোর্ড ছবির প্রযোজক মহেশ ভাটকে জানিয়েছেন এই ছবি ভারত-পাকিস্তান দেশ ভাগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ৷ এই ধরণের ঘটনা, পাকিস্তান ও ভারতের সম্পর্ককে নতুন করে তিক্ত করে তুলতে পারে ৷ সেই কারণেই বেগমজান ছবিকে নিষিদ্ধ করছে পাকিস্তান ৷
ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতেই পাকিস্তানে মুক্তি পাচ্ছে না বেগমজান?

তবে মহেশ ভাট নতুন করে পাকিস্তান সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ মহেশ লিখেছেন, এই ছবি এক ইতিহাসকে সামনে নিয়ে আসে, যা সবার জানা দরকার ৷ এতে দুই দেশের সম্পর্ক আরও অটুট হতে পারে বলে ধারণা !

পাঠকের মতামত

Comments are closed.