176216

এখনো সমান জনপ্রিয় ওবামা

নূসরাত জাহান: প্রায় দু’মাস হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছেড়েছেন বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার পর তিনি প্রথমে ছুটি কাটান বেশ কিছুদিন। এরপর গতমাসে নিজের আইন ফার্মের একটি অফিসও নিয়ে নিয়েছেন। নতুন অফিস নেওয়ার এই প্রথম তিনি ককটেল পার্টির আয়োজন করেন। গত কয়েক বছরে ওবামা যত পার্টির আয়োজন করেছেন তার মধ্যে এটি খুবই সাদামাঠা ছিল। ওবামা খুবই সাধারণভাবে পার্টিতে উপস্থিত হয়েছিলেন। ওবামাকেও এদিন দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার গলায় ছিল না কোনো টাই, গায়ে ছিল না কোট। তার পোশাক-আশাক, সাজ-সজ্জা দেখেন সাধারণ প্রশাসনিক কর্মকর্তাদের মতোই মনে হচ্ছিল। জো বাইডেন ও সাবেক চিফ অব স্টাফও এসেছিলেন স্যুট টাই পরে। তবে ওবামা ছিলেন সাধারণ পোশাকে।
ওবামার সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরিয়া জারেট বরেন, ‘ওবামা যখন ছুটিতে থাকেন তখন তিনি এভাবেই থাকেন। তিনি বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে আমোদে মেতে থাকেন।’

ডেমোক্র্যাট পার্টির নেতারা জানিয়েছেন, ওবারা বয়স খুব বেশি নয়। এখনও তিনি মনে মনে তরুণ। এছড়া শক্ত সামর্থ্যও বটে। ওবামা এতজন জনপ্রিয় প্রেসিডেন্টও ছিলেন। তিনি তখন ক্ষমতা ছেড়েছেন তখনও তার জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি। তাই যেমন খুশি যেভাবে অবকাশ কাটিয়ে থাকেন।
ক্ষমতা ছাড়ার পর ওবামা ঠিক যতটা ফুরফুরে মেজাজে আছে ক্ষমতা গ্রহণের পর থেকে তার চেয়েও বেশি সমস্যায় দিন কাটাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। মধ্যপ্রাচ্য, উত্তর কোরিয়া, চীন, প্রতিবেশী দেশ মেক্সিকো সবার সঙ্গেই তার সমস্যা চলছে। আর দেশের ভেতরও আছেন সংকটে। কোনো বিল করেই তিনি পার পাচ্ছেন না। দেশে-বিদেশে সবখানেই বিরোধিতার মুখে আছেন ট্রাম্প। নিজের সংকটের জন্য ওবামাকে দায় করতে ছাড়েননি ট্রাম্প। ওবামাকে দোষারোপ করে তিনি একাধিক টুইটও করেছেন। তবে তদন্তে ওবামার কোনো সংশ্লিষ্টতা পায়নি প্রশাসন। শুধু দেশের মানুষই নন নিজে দল রিপাবলিকানের মধ্যে তার জনপ্রিয়তা তেমন নেই।

ফেব্রুয়ারিতে ওবামা বড় মেয়ে মালিয়া ও জারেটকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনেকেই জানতেন না ওই অনুষ্ঠানে ওবামা আছেন। নিউ ইয়র্ক টাইমের এক রিপোর্টার হঠাৎ করেই টুইট করেই জানিয়ে দেন অনুষ্ঠানের ওবামার উপস্থিতির কথা। এরপর সব দৃষ্টি তার দিকেই ঘুরে যায়।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের সাবেক কর্মকর্তা বলেন, ‘ওবামার প্রতি এই টাই মূলত শুরু সেই ২০০৪ সাল থেকে। আট বছর ক্ষমতায় থাকার পর ডা একটুও কমেনি। হয়তো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তিনি টানা এক যুগ থাকলেও মার্কিনিরা দ্বিমত করবেন না।আর এখানেই ওবামার সার্থকতা।’
সূত্র: ওয়াশিংটন পোস্ট।

পাঠকের মতামত

Comments are closed.