176031

রোদে দিলেই পরিস্কার হবে কাপড়!

কাপড় কাচা প্রতিদিনের ঝামেলা। এবার সেখান থেকে মুক্তি ঘটবে খুব জলদিই ! সাধারণের ঝামেলার কথা মাথায় রেখেই অস্ট্রেলিয়ার আহরএমআইটি-র বৈঞ্জানিকরা গবেষণা করে বের করলেন নতুন এক ধরণের কাপড় ৷ যা না কাচলেও থাকবে পরিষ্কার ৷ শুধুমাত্র রোদে দিলেই হবে ! ব্যাপারটা একটু খুলে বলা যাক !

সাধারণত শীত চলে গেলে লেপ, কম্বল, সোয়েটার রোদে দিয়ে তুলে দেওয়া হয় আলমারিতে ৷ কিন্তু এবার থেকে রোজকার পরা কাপড় ডিটারজেন্টে না কেচে সোজা রোদে দিয়ে দিলেই চলবে ৷ বৈজ্ঞানিকরা এমন এক কাপড় বানিয়ে ফেলেছেন যা রোদে রাখলেই ঝটাপট হয়ে যাবে পরিষ্কার ৷ সেই কাপড়ে কঠিন দাগ লাগলেও, রোদেই সে দাগ হবে দূর ৷ বৈজ্ঞানিকরা জানিয়েছে, সিল্ক ও সুতির মিশ্রণে এবং বিশেষ একটি কেমিক্যাল সহযোগে তৈরি হয়েছে এই কাপড় ৷ কাপড়ের বুনোটকে বাঁধা হয়েছে ত্রিমাত্রিক টেকনোলজিতে ৷ তবে গবেষণা চলছে এখনও ৷

পাঠকের মতামত

Comments are closed.