175982

বিয়ের সাজের টিপস

গাজী খায়রুল আলম:

১। মুখটাকে ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করুন। এরপর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন।

২। গায়ের রঙের সাথে ম্যাচ করে ফাউণ্ডেশন করবেন। মেক-আপের ভাষায় যাকে বলে বেস। যাঁদের রঙ চাপা তাঁরা ব্যবহার করুন ২৪-২৭ নম্বর। উজ্জ্বল হলে ২৫-২৬ নম্বর ব্যবহার করুন।

৩। ফেস পাউডারের সঙ্গে বডি পাউডার মিশিয়ে নিন। এরপর গোটা মুখটা ব্রাশ দিয়ে ঝেড়ে দেবেন। এত অতিরিক্ত পাউডার পরিষ্কার হয়ে যাবে।

৪। আই শ্যাডো শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে লাগাতে হয়। তবে গায়ের রঙের সঙ্গে ম্রাচ করে আই শ্যাডো লাগাতে চাইলে রঙটা হওয়া উচিদ হালকা। ন্যাচারাল লুক-এর জন্য। আই শ্যাডো লাগাতে হবে চোখের ঢাকনায়। ভ্রু আর চোখের ঢাকনার মাঝখানে সিলভার কালার দিয়ে আই শ্যাডো লাগানো উচিত।

৫। এরপর আইলাইনার। কালো রঙের বাঙালী মেয়েদের মানানসই। চোখের কোণ থেকে হাল্কা করে আস্তে মোটা হয়ে বাইরের দিকে টেনে নিতে হবে। এভাবে নিচের পাতায়। এত চোখ উজ্জ্বল ও বড় দেখায়।

পাঠকের মতামত

Comments are closed.