175925

এভারেস্টের চূড়ায় পৌঁছেছে কী না দেখতে জিপিএস ট্র্যাক

শায়েখ হাসান:এভারেস্ট বিজয় করা এক ধরনের ফ্যান্টাসি। কিন্তু এই ফ্যান্টাসি জয় করতে গিয়ে অনেকেই জীবিত না ফেরার অংসখ্য ঘটনা ঘটেছে। আবার অনেকে সর্বোচ্চ চূড়ায় না গিয়েও দাবি করেন এভারেস্ট বিজয়ের। এসব সমস্যার সমাধানে এবার গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। বলা হচ্ছে, এভারেস্ট অভিযানে এবার আর কেউ হারিয়ে যাবেন না।

নেপালের পর্যটন বিভাগের প্রধান দুর্গা দত্ত দাখাল বলেন, এভারেস্টে অভিযানে গিয়ে আগেপরে আরও কত যে পর্বতারোহী বিপদসঙ্কুল পথে, তুষারঝড়ের কবলে পড়ে হারিয়ে গিয়েছেন, চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছেন তুষারশুভ্রু চাদরের নীচে, হিসেব নেই। এভারেস্টের বুকে পরে ছানবিন চালিয়েও তাঁদের আর হদিশ পাওয়া যায়নি। তাই এ বার থেকে এভারেস্ট অভিযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবস্থা নিতে চলেছে নেপাল সরকার।

জিপিএস ডিভাইস দিয়ে পর্বাতারোহীদের গতিবিধি সর্বক্ষণ ট্র্যাক করা হবে। এতে অভিযাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত হবে বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি এই জিপিএস চালুর আরও একটি কারণও থাকছে। অভিযাত্রীরা সামিট শেষ না-করেই এভারেস্ট বিজয়ের দাবি করেছেন, এমন ঘটনা অতীতে বহুবার ঘটেছে। অনেকক্ষেত্রে দাবির যৌক্তিকতা নিয়ে সন্দেহ থাকায়, শেষমেশ স্বীকৃতিও জোটেনি। ভবিষ্যতে এমন সন্দেহ নিরসনে জিপিএস প্রযুক্তি সাহায্য করবে।

দুর্গা দত্ত দাখাল বলেন, প্রতিটি জিপিএস ডিভাইসের পেছনে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ৩০০ রুপি। এটি এভারেস্ট আরোহীর গতিবিধি, অবস্থান এবং দুর্যোগে পড়লে সেই বার্তা রেকর্ড রুমে পাঠাবে। তাহলে প্রয়োজনীয় মুর্হুতে উদ্ধারকর্মী পাঠানোও যাবে।

প্রতি বছরের মতো এবারও আগামী এপ্রিল-মে মাসে বিশ্বের নানা প্রান্ত থাকে কয়েকশো অভিযাত্রী আসবেন নেপালে, দুনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ের স্বপ্ন নিয়ে। এবার সেই পর্বতারোহীদের সঙ্গে জিপিএস ডিভাইস রাখতে হবে। এ বছর পরীক্ষামূলক বলে, কিছু জনের সঙ্গে থাকবে এই ডিভাইস। ভবিষ্যতে সব পর্বতারোহীদের জন্যই বাধ্যতামূলক হতে চলেছে এই ট্র্যাকিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.