175942

এবারের গ্রীষ্মে এসি ছাড়াই গরমকে করুন ক্লিন বোল্ড

সবে গরমের শুরু, এর মধ্যেই সূয্যি মামা তার খেল দেখাতে ফুল ফর্মে মাঠে নেমে পড়েছে৷বাকি এখনও এপ্রিল, মে, জুন৷ তাপ বাড়বে আরও৷ এই ভয়ঙ্কর গরমে রক্ষাকর্তা তখন এক এবং অদ্বিত্বীয় এসি৷ কিন্তু ইলেকট্রিক বিল ! সেটার কী হবে ? এত না ভেবে ঝটপট জেনে নিন, এমন কিছু দাওয়াই, যাতে আপনার ঘর এসি ছাড়াই থাকবে কুল কুল !

১) ঘরে যদি কাচের জানলা থাকে, তাহলে মোটা পর্দা দিন ৷ পর্দাটা যেন গাঢ় রঙের হয় ৷ গরম কালে হালকা রঙের পর্দা একদম নয় ৷
২) বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন ৷ জানলায় লাগিয়ে দিন৷ মাঝে মধ্যেই জল দিয়ে ভিজিয়ে দিন ৷
৩) ঘর মোছার সময়, জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন ঢেলে দিন৷ নুন জলে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে ৷
৪) ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালো করে পরিষ্কার করুন ৷
৫) প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন৷

পাঠকের মতামত

Comments are closed.