175824

সাত দিনেই ঝকঝকে হয়ে উঠুন নিমের সাহায্যে

নিমের সঙ্গে তালমিলিয়ে যদি ঠিকঠাক উপকরণ পাওয়া যায় ৷ তাহলে এক সপ্তাহেই ঝকঝকে আপনি ! কীভাবে ? পড়ে নিন চটপট ৷

১) শুধু ভাতের পাতে নয় ৷ রূপচর্চার লিস্টেও রাখুন নিমপাতা ৷ খাটনি খুবই কম ৷ বাড়িতে গাছ থাকলে তো কথাই নেই, নইলে বাজার থেকে কিনে আনলেই হল ৷ ভালো করে ধুয়ে নিন ৷ শিলনোড়ায় বেটে নিন ৷ আধঘণ্টা মতো নিমপাতা বাটা লাগিয়ে রাখুন মুখে ৷ শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷ ফ্রেশনেশ ফিরে আসবে আপনার চেহারায় ৷

২) জলে নিমপাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন ৷ ফোটানো হয়ে গেলে, জল ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন ৷ টোনার হিসেবে ব্যবহার করতে পারেন নিমসেদ্ধ এই জল ৷

৩) বেসনের সঙ্গে নিমপাতা বাটা মিশিয়ে মুখে মাখুন ৷ আধঘণ্টা মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷ মৃত কোষ দূর করতে দারুণ কাজ করে এই প্যাক ৷

৪) হলুদ বাটার সঙ্গে মিশিয়ে নিন নিমপাতা ৷ দাগ দূর করতে দারুণ কাজ দেবে এই প্যাক ৷

৫) স্নানের জলে মিশিয় নিন নিমপাতা বাটা ৷ সাত দিনে ঝকঝকে ত্বক পেতে এর জুড়ি মেলা ভার ৷

৬) ঘামের দুর্গন্ধ দূর করতেও কাজ দেয় নিমপাতা ৷ নিমপাতা ভেজানো জলে নিয়মিত স্নান করলে, দূর হবে ঘামের গন্ধ ৷

৭) দাঁতের কালো ছোপ দূর করতেও, নিম খুব উপকারী ৷ নিমপাতা বাটার সঙ্গে একটি চিনি মিশিয়ে দাঁত মাজুন ৷ দাঁত হবে ঝকঝকে ৷

পাঠকের মতামত

Comments are closed.