175821

চোখের তলার কালি দূর করুন এই ভাবে

সারাদিন অফিসের কাজের পরও মানুষের জীবনে টেনশন এতটাই যে শান্তির ঘুম হওয়ার উপায় নেই ৷ আর ঘুম না হলেই বিপদ ৷ কারণ কিছুদিনেই যে চোখের তলায় পড়বে পুরু কালি ৷ এছাড়া একবার চোখের তলায় কালি পড়লে সেটা দূর হতেও অনেক সময় লাগে ৷ তাই ভালো সেজেগুজে বেরোচ্ছেন, কিন্তু চোখের তলার কালি যে একেবারে মুখের বারোটা বাজাচ্ছে ! কিন্তু এই সমস্যার দিন শেষ ৷ কীভাবে চোখের কালি দূর করবেন, তার জন্য রইল কিছু টিপস ৷

১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট চোখের তলায় লাগিয়ে রাখুন। এতে চোখের নীচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।
২. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনেরো মিনিট রাখুন।
৩. ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-র ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।
৪. খোসা-সহ আলু বেঁটে চোখের নীচে লাগাতে হবে। তিন চার দিন এই
পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবেই।
৫. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
৭. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।

পাঠকের মতামত

Comments are closed.