175783

বিশ্বে প্রথম প্রকাশিত হওয়া শুক্রাণু থেকে পূর্ণাঙ্গ শিশু হয়ে ওঠার ছবি ও তার ইতিহাস

১৯৬৫ সালে ‘লাইফ’ ম্যাগাজিনে ১৬পাতা জুড়ে প্রকাশিত হয় মায়ের গর্ভে মনুষ্য ভ্রূণ এর বেড়ে ওঠার প্রতিটি পর্বের ছবি।বিশ্বের মানুষ প্রথমবার নিজের চোখে মাতৃ জঠরে ভ্রূণের বড় হয়ে ওঠা চাক্ষুষ করল। ১৯৬৫ সাল থেকে লেনার্ট নিলসন বিশ্ব ফটোগ্রাফির পরিসরে এক দৃষ্টান্ত হয়ে ওঠেন।শিল্পির অসাধারণ শৈল্পিক দক্ষতা ফুটে ওঠে তাঁর প্রতিটি চিত্রে।ছোটবেলা থেকেই লেনার্টের ক্যামেরা এবং মাইক্রোস্কোপের প্রতি ছিল গভীর আসক্তি।একটু বড় হতেই এই আসক্তি বদলে গেল লক্ষ্যে। তাঁর লক্ষ্য হয়ে দাঁড়াল সারা পৃথিবীর সামনে মনুষ্য সৃষ্টির সবটুকু রহস্য তুলে ধরা।আর দীর্ঘ দশ বছরের অধ্যাবসায় এবং প্রচেষ্টায় মায়ের গর্ভে শুক্রাণু থেকে পূর্ণাঙ্গ রূপের বর্ণনা পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।সিস্টোস্কোপ নামক একটি মেডিকেল যন্ত্রের সঙ্গে ক্যামেরা ও লাইট মু্ত্রথলিতে প্রবেশ করিয়ে মতৃগর্ভাশয়ে থাকা ভ্রূণের হাজারেরও বেশি ছবি তুলেছিলেন।

দেখে নিন তাঁর সেই অনবদ্য শিল্পকর্ম

১)ফেলোপাইন টিউবের মধ্য দিয়ে শুক্রাণু এগিয়ে চলেছে ডিম্বাণুর দিকে

২)ডিম্বাণু

৩) সেই গুরুত্বপূর্ণ মুহুর্ত


৪) প্রায় দশ লক্ষেরও বেশি শুক্রাণু, ডিম্বাণুর পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে।

৫) এই পর্যায়ে শুক্রাণুর মাথার অংশ দেখা যাচ্ছে, যেখানে সৃষ্টি-সম্বন্ধীয় সমস্ত গুণ বর্তমান।


৬) এক সপ্তাহ পর, শুক্রাণুটি গর্ভাশয়ে ভাসমান অবস্হায় ফেলোপাইন টিউবের দিকে অবস্হান করছে।

৭) আরও এক সপ্তাহ পর ভ্রূণটি গর্ভাশয়ের দেওয়ালে আটকে রয়েছে।

৮) ১৮ দিন পর, ভ্রূণের হৃদস্পন্দন শুরু হয়েছে।

৯)২২ দিন পরে ভ্রূণের অবস্হা, ছাই রঙের অংশটি পরবর্তীকালে মস্তিষ্কে পরিনত হবে।.


১০) নিষেকের ২৮ দিন পর।

১১) পাঁচ সপ্তাহ পর, ভ্রূণ লম্বায় ৯মিলিলিটার পর্যন্ত বেড়েছে।মুক, চোখ এবং নাসারণ্ধ্র গুলি পরিস্ফুটো হচ্ছে।


১২) ৪০ দিন পর


১৩) ৮সপ্তাহ পূর্ণ হল


১৪)১০ সপ্তাহ পর চোখের পাতা অর্ধেক খুলেছে। কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ গঠন হয়ে যাবে।


১৫) ১০ সপ্তাহে ভ্রুণ তার আশে পাশের পরিবেম বোঝার জন্য হাত নাড়তে শুরু করে।


১৬) ১৬ সপ্তাহ


১৭) ত্বকের মধ্যে দিয়ে শিরা উপশিরা গুলি দেখা যাচ্ছে।


১৮) ১৮ সপ্তাহে ভ্রুণ বাইরের শব্দ হালকা ভাবে উপলব্ধি করতে পারে।


১৯) ১৯ সপ্তাহ


২০) ২০ সপ্তাহে ভ্রুণ ২০ সেমি পর্যন্ত লম্বা হয়। এবং চুল গজাতে শুরু করে।


২১) ২৪ সপ্তাহ


২২) ৬ মাস


২৩) ৩৬ সপ্তাহান্তে শিশুর জন্ম হয়।

নিলসনের এই ফোটোগ্রাফি গুলি একটি পূর্নাঙ্গ বই ‘A Child is Born’ নাম নিয়ে ১৯৬৫ সালে প্রকাশিত হয়। প্রকাশের অল্প কিছু দিনের মধ্যেই বিশাল  লাভ করে। আজও মাতৃ জঠরে শিশুর বেড়ে ওঠার এই ছবি গুলি সমানভাবে জনপ্রিয় ও সমাদৃত।

পাঠকের মতামত

Comments are closed.