175760

বিমান টেক অফের সময় কান বন্ধ, কি করবেন?

বিমান টেক অফের সময়ই কান হঠাৎ বন্ধ হয়ে যায়। ৯০ শতাংশ মানুষের এই রকম হয়। শুধু টেক অফের সময়েই নয়, বিমানে অনেকেরই কান ব্যথা বা কটকট করতে থাকে ৷ বিমানে বা হেলিকপ্টারে যাত্রার সময়েই এই সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের ৷ এবার সেই সমস্যা থেকে বাঁচতেও কিছু উপায় রয়েছে ৷ সেগুলো কী, একটু দেখে নেওয়া যাক ৷

১. বিমানে উঠে কান ব্যথা করলে নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন ৷ মুখ দিয়ে না না নিয়ে বা ছেড়ে নাক ব্যবহার করাই ভাল ৷

২. টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময়ে বিমানে যে আওয়াজ হয়, তা থেকেই কানে যন্ত্রণা হয়। এই সময়ে মুখ খোলা বন্ধ করা উচিৎ। পেশি সঞ্চালন করলে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৩. একেবার কোনও কিছুতেই ঠিক না হলে তবে ওষুধ বা পেনকিলার অবশ্যই ব্যবহার করতে পারেন ৷

৪. বিমানযাত্রার সময় কানের ব্যথা কমাতে লজেন্স জাতীয় মিষ্টি কিছু খাবার চুষে খেতে পারেন ৷ তাহলে কান বন্ধ বন্ধ ভাব বা কটকটানি জিনিসটা অনেকটাই কমতে পারে ৷

পাঠকের মতামত

Comments are closed.