175863

দূষণের প্রভাবে কমছে অ্যান্টিবায়োটিকের ক্ষমতা

নূসরাত জাহান নিশা: অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ইনফেকশন-এর বিরুদ্ধে লড়তে একটি জীবন রক্ষাকারী ওষুধ। কিন্তু ইউনিভার্সিটি অব লেইসেস্টার-এর কিছু গবেষক বলছেন, যেসব এলাকায় বায়ু দূষণের পরিমাণ বেশি সেখানে শ্বাসতন্ত্রের বা ইনফেকশনজনিত রোগের জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিক-এর কার্যকারিতা কমে যাচ্ছে। এক্ষেত্রে বায়ু দূষণ এর প্রধান উপদানটি হল কালো কার্বন। গবেষকরা গবেষণায় দেখেছেন যে, দূষিত বায়ু ব্যাকটেরিয়া তৈরি করতে এবং কলোনি গঠনে সাহায্য করে।

গবেষকরা মানুষের শরীর এ রোগ সৃষ্টিকারী দুই ধরনের জীবাণু নিয়ে গবেষণা করেছেন। একটি হল স্টেফাইলোকক্কাস অরিয়াস যার কারণে চর্মরোগ, ত্বকে ইনফেকশন, সাইনাস, শ্বাসতন্ত্রের ইনফেকশন হয়। আরকেটি হল স্টেফাইলোকক্কাস নিমোনিয়া যা নিউমোনিয়ার জন্য দায়ী। গবেষণায় দেখা গেছে যে, কালো কার্বন স্টেফাইলোকক্কাস অরিয়াসের কলোনি গঠন বাড়িয়ে দেয়। যার কারণে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে। আবার স্টেফাইলোকক্কাস নিউমোনিয়ার কলোনি তৈরি করে যা।
এখন প্রায়ই আমরা দেখি শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও নিউমোনিয়ায় ভুগছে। মৃত্যুর হারও বেড়েছে। কারণ আমাদের পরিবেশ দিন দিন দূষিত হয়ে পড়ছে।

পাঠকের মতামত

Comments are closed.