175519

বইয়ের দিন শেষ!

নূসরাত জাহান: রেফারেন্স হিসেবে বইয়ের নাম দেওয়ার সময় হয়তো শেষ হয়ে গেছে। পরীক্ষায় পাশের জন্য এবার আর শিক্ষার্থীদের টিউশন নিতে শিক্ষকের কাছে ছুটতে হবে না। এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে বসেই পড়াশুনার প্রয়োজনীয় সব কাজ সেরে নিতে পারবে। অনলাইনে বসেই পরীক্ষা দিতে পারবে। অনলাইনেই পড়াশুনা করার জন্য বইয়ের প্রয়োজন হবে না। এজন্য একটি অ্যাপ হলেই হবে।

সাতাক্ষি মুলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়া তৈরির জন্য বিকাল থেকে তার পড়াশুনা শুরু হয়। অনেত রাত জেগে নানা বিষয়ের পড়া পড়তে হয়। তারপরও শেষ হয়ে ওঠে না। পড়ার জন্য ইন্টারনেটেরও সাহায্য নিতে হয়। এজন্য তার সেলফোনে অনেক ইন্টারনেট ডাটা কিনে দিতে থাকে তার বাবা-মা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এমন যখন পরিস্থিতি তখনই সন্ধান পাওয়া গেছে মোবাইল অ্যাপের। যা সাতাক্ষির কষ্ট করে পড়ালেখা সহজ করে দিলে।এর মাধ্যমেই সাতাক্ষি তার প্রয়োজনীয় সব কিছুই পাবে। প্রয়োজন শুধু নেট কানেকশনের।

এ অ্যাপের মাধ্যমে এখন হাতের মুঠোয় পড়াশোনা। এই স্টাডি অ্যাপের কারণে অস্তিত্বের সংকটে প্রাইভেট টিউটররা আর বই। এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে শিক্ষার্থীরা বিভিন্ন বই পড়তে পারবেন। তাও আবার সামান্য ডাটা খরচ করেই। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটে স্টাডি অ্যাপ ইনস্টল করলেই হয়ে যাবে। হাতের মুঠোয় চলে আসবে বিভিন্ন নামকরা শিক্ষকদের লেকচার।
শুধু লেকচার নয়, স্ট্যাডি অ্যাপে থাকছে বিভিন্ন ধরনের বই। শুধু গল্প কিংবা কবিতার বই নয়। আছে বিভিন্ন পাঠ্য বই। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে এমন সব অ্যাপ। অনেক স্ট্যাডি অ্যাপে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। যাতে পরীক্ষার আগে অ্যাপের মাধ্যমে ‘মক টেস্ট’ দেওয়ারও ব্যবস্থা আছে। বাজারে থাকা অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘আই টিউনস ইউ’। এতে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যায়ের সিলেবাস ও স্ট্যাডি মেটেরিয়াল পাওয়া যায়।

এছাড়া ‘রেডি ফর স্যাট’ অ্যাপও জনপ্রিয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটা অনেকটা মক টেস্টের মতোই।
অংকের জনপ্রিয় অ্যাপ হচ্ছে ফোটোম্যাথ। যেসব শিক্ষার্থী অংকের দুর্বল বা ভয় পায় তাদের জন্য এই অ্যাপ খুব ভালো। অ্যাপটিতে গিয়ে প্রশ্নের একটি ছবি তুলে নিন। সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে ফোটোম্যাথ। এখানেই শেষ নয় সমাধান কিভাবে হল তাও সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মতামত

Comments are closed.