175513

অ্যালজেইমার নিরাময়যোগ্য!

নূসরাত জাহান: অ্যালজেইমার রোগের চিকিৎসায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। বিভিন্ন গবেষণা দেখা গেছে, খাদ্যাভাস, শরীর চর্চা, সমাজ ও পরিবার-পরিজনের সঙ্গে নিয়মিত মেলামেশা, ভাবের আদানপ্রদান করলে অ্যালজেইমার মতো জটিল রোগ সেরে যেতে পারে। তবে এ রোগ পুরোপুরি না সারলেও এর প্রভাব অনেকটাই কমানো যায়।

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অব অ্যালজেইমার ডিজিজ রিসার্চ সেন্টার অ্যান্ড এজিং রিসার্চ সেন্টারের অধ্যাপক মিয়াকিভিপেল্টো এবং প্রিস্টার হাকানসনের নেতৃত্বে একদল গবেষক দুবছর ধরে গবেষণা চালিয়েছেন।গবেষণায় দেখা গেছে, শুধু যুক্তরাষ্ট্রে ৬০-৭৭ বছর বয়সের নারী ও পুরুষের ৩২ শতাংশই মানসিক রোগ ডেমনিশিয়ায় আক্রান্ত। আর এর মূল কারণ অ্যালজেইমার। এ রোগের কারণে স্মৃতিশক্তি হারিয়ে য়ায়। অনেক সময় নিজের কাছের মানুষকেও চিনতে পারা যায় না। এই রোগের ঠিকমতো চিকিৎসা না হলে ২০৫০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রোগীর সংখ্যা হবে ১৩ কোটি। আর সারা বিশ্বে অ্যালজেইমার রোগীর সংখ্যা ৬ গুণ বেশি হবে। গবেষকরা জানিয়েছেন, তারা যে পদ্ধতি অনুসরণ করে গবেষণা করেছেন তার নাম ‘ফিনিশ গেরিয়াট্রিক ইন্টারভেনশন স্ট্যাডি, টু প্রিভেন্ট কগনিটিভ ইমপেয়ারমেন্ট অ্যান্ড ডিজেবিলিটি’ বা ‘ফিঙ্গার’।

সূত্র: অ্যালজেইমার রিসার্চ ইউ.কে।

পাঠকের মতামত

Comments are closed.