175359

যোগ্যতর দল হিসেবে জিতেছে বাংলাদেশ: এসএলবি

অনির্বাণ বড়ুয়া: বাংলাদেশের শততম জয় প্রশংসার বন্যা বইছে চারদিক থেকেই। সোস্যাল মিডিয়ার সব ভক্তই নিজেদের মনের আবেগ প্রকাশ করছেন ভিন্ন ভিন্নভাবে। তবে এই বিশেষ দিনে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া প্রতিপক্ষের কিংবদন্তিদের বাহবা। জয়াবর্ধনে, সাঙ্গাকারা, রাসেল আরনল্ড থেকে শুরু করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তাদের টুইটগুলো ছিলো এমন:

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, যোগ্যতর দল হিসবে প্রাপ্য জয়টি তারা পেয়েছে। অধিনায়ক হেরাথ ও শ্রীলঙ্কা দলও অসাধারণ খেলেছে। তোমাদের চেষ্টাকে স্যালুট।

মাহেলা জয়াবর্ধনে: প্রথম টেস্টে হারের পর অসাধারণ ফিরতি জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। যেভাবে শ্রীলঙ্কা লড়াই করেছে তার জন্য আমি গর্বিত।

কুমার সাঙ্গাকারা: বাংলাদেশের অসাধারণ জয়। শততম টেস্টে তারা সাহস ও আবেগ দেখিয়েছে। আমি নিশ্চিত শ্রীলঙ্কা ফিরে আসবে। অসাধারণ একটি টেস্ট ম্যাচ ছিলো।

দ্বীপ দেশগুপ্ত: সত্যিকারের ঐতিহাসিক শততম টেস্ট জয় বাংলাদেশের। অসাধারন জয়।

 

কোর্টনি ওয়ালশ: অনন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্টে ছেলেদের অসামান্য জয়। চমৎকার খেলেছো টিম বাংলাদেশ।

হার্শ ভোগলে: বাংলাদেশের একটি অসাধারণ জয়। তাদের উন্নতি চলছেই। এই জয়ে অনেকেই অবদান রেখেছে যা ভালো লক্ষণ।

ডিন জোন্স: আমি বাস্তবিক অর্থেই ম্যাচটি উপভোগ করেছি, এবং অনুভব করেছি বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এই জয়টি কী অর্থ বহন করে। আমি এই প্রথম ওদের নিজেদের গান গাইতে শুনেছি। অসাধারণ।

মুমিনুল হক: অনন্য জয়! এটি নিশ্চিতভাবেই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে রাখার মতো মুহূর্ত।

রাসেল আরনল্ড: অসাধারণ বাংলাদেশ! বিশেষ দিনে বিশেষ অর্জন। দলটি উন্নতি করেই যাচ্ছে।

আকাশ চোপড়া: টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো একটি নিশ্চিত লক্ষণ যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করছে।

পাঠকের মতামত

Comments are closed.