175372

মোদিকে রুখতে মহাজোট!

নূসরাত জাহান: নরেন্দ্র মোদি তিন বছর ভারতের ক্ষমতায় আছেন। এর মধ্যে আলোচিত ও সমালোচিত হয়েছেন। কিন্তু সব কিছুই নিজ গুণে উৎরে গেছেন তিনি। তার সর্বশেষ প্রমাণ উত্তর প্রদেশের নির্বাচন। মোদি ও বিজেপির পারফরম্যান্স দেখে বিরোধী দলগুলো ঈর্ষান্বিত। অনেক নেতাই বুঝে উঠতে পারছেন না কিভাবে রুখবেন মোদিকে। মহাজোট গঠন ছাড়া কোনো উপায় দেখছেন রা তারা। তাই মোদিকে চ্যালেঞ্জ জানাতে একত্রে লড়ার চিন্তাভাবনা করছেন। তবে দলগুলো মহাজোট করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আসুন জেনে নেই কোন কোন জোট মোদিকে রুখবে।

রাহুল গান্ধী: মোদির একের পর এক জয়ে এ মুহূর্তে সবচেয়ে বেকায়দায় আছে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তবে নেতা হিসেবে তার প্রাপ্তি নিয়ে কংগ্রেস ও অন্যান্য দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এই মুহূর্তে রাহুলের নেতৃত্বে কোনো মহাজোট তৈরি হলে তাতে কোন দল সম্মতি দেবে তা নিয়েও রয়েছে সংশয়। কারণ এখন পর্যন্ত রাহুল তার নেতৃত্বের কোনো যোগ্যতা দেখাতে পারেননি।

নীতিশ কুমার: বিহারের মুখ্যমন্ত্রী নীতির কুমার মোদিকে আটকানোর দৌড়ে এগিয়ে আছেন। রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মহাজোট করে বিহার থেকে বিজেপিকে উৎখাত করতে সফল হয়েছেন। এছাড়া মহাজোট হলে নীতিশের দল সংযুক্ত জনতা দলই তার নেতৃত্ব দেবে বলে ইঙ্গিত দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়: পশ্চিবঙ্গের মুখ্যমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ দাপট রয়েছে রাজনৈতিক অঙ্গনে। ৩৪ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা বাম সরকারকে উৎখাত করেন তিনি। ২০১৬ সালে মমতাকে আটকাতে বামফ্রন্ট ও কংগ্রেস জোট গড়েছিল। তাতেও কাজ হয়নি। কেন্দ্রে মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও আছে তার। ফলে জোটকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে তিনিও এগিয়ে আছেন। তবে মমতার এই জনপ্রিয়তা তার রাজ্যেই সীমিত।

অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোটে আছেন। তবে তাকে কোনো জোটের নেতৃত্বে রাখার কথা কোনো দলই ভাবে না। দিল্লির বিধানসভা নির্বাচনে সাফল্য পেলেও জাতীয় নেতা হয়ে ওঠতে তার অনেক দেরি। গোয়া ও পাঞ্জাবের বিধান সভা নির্বাচনে ফল দেখাতে পারেনি তার দল। এখনো জোটের নেতৃত্ব দেওয়ার দক্ষতা তিনি দিতে পারেননি।

নবীন পট্টনায়ক: নবীন পট্টনায়ক ওড়িষ্যার তিনবারের মুখ্যমন্ত্রী। জোটের ক্ষেত্রে বেশ কদরও আছে তার। তবে ওড়িশার পঞ্চায়েত ভোটে যেভাবে বিজেপি উঠে এসেছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে বিজু জনতা দলের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

মায়াবতী: মোদিকে রুখতে মহাজোটের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর। উত্তর প্রদেশের নির্বাচনে ভরাডুবির পর তার অবস্থান নড়বড়ে হয়ে গেছে। তবে সুযোগ যে নেই তা নয়।

মুলায়ম সিং যাদব: মহাজোটের নেতৃত্বে মুলায়ম সিং যাদদের সম্ভাবনা এখনও উজ্জ্বল। যদিও নির্বাচনে তাদের ফল খুব খারাপ। তবে ঘুরে দাড়ানোর ইতিহাস আছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.