175381

যোগী আদিত্যনাথের অজানা যত

নূসরাত জাহান: উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম হঠাৎ করেই আলোচনায়ে এসেছেন। খানিকটা হুট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর উত্তর প্রদেশের মতো একটি বড় রাজ্যের দায়িত্ব দিয়েছেন। হঠাৎ করেই আলোচনায় আসার যোগী সম্পর্কে মানুষের আগ্রহ বেশি। এছাড়া ধর্মীয়ভাবে বিভক্ত রাজ্যের প্রধান হিসেবে কীভাবে দায়িত্ব পালন করবেন তাও দেখার বিষয়। আসুন জেনে নেই তার সম্পর্কে কিছু তথ্য।

১. উত্তর প্রদেশের রাজপুত সম্প্রদায়ে যোগীর জন্ম। প্রথমে তার নাম ছিল অজয় সিং বিস্ত। রাজনীতি ও সন্ন্যাসের কারণে তার নাম হয় আদিত্যনাথ। সন্ন্যাসী হওয়ার আগে তিনি গণিতে স্নাতক ডিগ্রি নিয়েছেন।

২. যোগী ২১ বছর বয়সে পরিবার ও লেখাপড়া ছেড়ে সন্ন্যাসের পথে পা বাড়ান। গোরক্ষনাথ মঠের মহন্ত অদ্বৈতনাথের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। গোরক্ষনাথ মঠে থেকেই সন্ন্যাসীর সব আচার-অনুষ্ঠান শেখেন তিনি। মাত্র পাঁচ বছরের মধ্যে গুরু অদ্বৈতনাথের সবচেয়ে প্রিয় শিষ্য হয়ে ওঠেন আদিত্যনাথ।

৩. গোরক্ষনাথ মঠের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন আদিত্যনাথ। এছাড়াও স্কুল, কলেজ ও হাসপাতালের প্রধানেরও দায়িত্ব পালন করেছেন তিনি।
৪. রাজনীতি আদিত্যনাথের হাতেখড়ি হয় ১৯৯৬ সালে। প্রথমে অদ্বৈতনাথের নির্বাচনি ম্যানেজার ছিলেন তিনি। ১৯৯৮ সালে তার গুরু রাজনীতি থেকে অবসরে যাওয়ার পর তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

৫. ‘৯৮ সালে ২৬ বছর বয়সে লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আদিত্য নাথ। এছাড়া ১৯৯৯, ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে পাঁচবার লোকসভা নির্বাচন করে জয়ী হয়েছেন।

৬. উত্তর প্রদেশের নির্বাচনে বিজেপির জয়ের পেছনে অন্যতম অবদান রয়েছে আদিত্য নাথের। বিজেপি কৃতিত্বের অন্যতম ভাগীদার তিনি।
৭. হিন্দুত্ববাদী হিসেবে আদিত্য নাথ পরিচিত থাকলেও তিনি হিন্দু ভোটের পাশাপাশি দলিতদের ভোটও পেয়েছেন। ফলে সংখ্যালঘু ভোট নিয়ে অন্য দলগুলো রাজনীতি করতে পারেনি।

৮. সন্ন্যাসী হলেও তার বিরুদ্ধে ১৯৯৯ সালে সমাজবাদী পার্টি নেতা তলত আজিজের সভায় হামলার অভিযোগ আছে। তার নির্দেশেই ওই ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়।

৯.আদিত্য নাশ ২০০২ সালে ‘হিন্দু যুব বাহিনী’ তৈরি করেন। এ বাহিনী নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এ বাহিনীই গোরক্ষা কার্যক্রম শুরু করে। এছাড়া লাভ জিহাদ নিয়ে কড়া অবস্থান নেয় এই বাহিনী। এজন্য তাকে জেলও খাটতে হয়েছিল।
সূত্র: ইন্ডিয়ানটিভি নিউজ।

পাঠকের মতামত

Comments are closed.