175471

ফেসবুকের সহায়তা চাইল পাকিস্তান

সজল সরকার: পাকিস্তানি কর্তৃপক্ষ দেশে সহিংসতা রোধে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে। পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটে ধর্মীয় উস্কানিমূলক খবর দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করে। সহিংসতা সৃষ্টি করে এ ধরণের মন্তব্য রোধ করতেই ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা চায় পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা’র হিসাব অনুযায়ী পাকিস্তানে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ৬৮ জন ধর্মীয় অবমাননামূলক মন্তব্যে মৃত্যুবরণ করে। পাকিস্তান কর্তৃপক্ষের জবাবে ফেসবুকও ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ফেসবুক কর্তৃপক্ষ খুব শিগগিরই পাকিস্তান সফরে আসবে এবং কীভাবে ধর্মীয় উস্কানিমূলক বা অবমাননাকর মন্তব্য রোধ করা যায় সে বিষয়ে আলোচনা হবে। নওয়াজ শরীফ ক্ষমতা নেওয়ার পর যেসব অনলাইন সাইটে ধর্মীয় উস্কানিমূলক মন্ত্যব প্রকাশ পায় তা বন্ধ করে দেওয়ার আদেশ দেওয়ার ঘোষণা আসে।

সূত্রঃ আল-জাজিরা

পাঠকের মতামত

Comments are closed.