175079

কোমল ও সুন্দর ত্বকের ৬ রহস্য

গাজী খায়রুল আলম
১। দুধের সরের সঙ্গে গ্লিসারিন ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সারা গায়ে মুখে লাগান। আপনার চেহারা কোমল ও আকর্ষণীয় হবে।
২। পাকা কলা চটকে সারা গায়ে লাগান। ত্বক মোলায়েম হবে।
৩। অনেক সময় শরীরের চামড়া কুঁচকে যেতে থাকে। এই সময় তুলসী পাতার রস আর নারকেলের পানি সমানভাবে মিশিয়ে গায়ে মুখে নিয়মিতভাবে প্রলেপ লাগান। চেহারার স্বাভাবিক যৌবন বজায় থাকবে।
৪। বক্ষস্থলকে পু্ষ্ট করতে হলে কাঁচা দুধের সঙ্গে জলপাইু তেল মিশিয়ে ধীরে ধীরে বুকে হাত দিয়ে মালিশ করুন। পনেরো মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। গোসলের সময় ঠান্ডা-গরম পানি পাল্টে পাল্টে বুকে ছড়িয়ে দিন। এতে বক্ষস্থলে রক্ত সঞ্চার হবে। বক্ষের সৌন্দরয থাকবে।
৫। ত্বকের রোমকুপে জমা ময়লা পরিষ্কার করার জন্য কাঁচা দুধে লেবুর রস এবং নুন মিশিয়ে গায়ে ও মুখে মাখলে ত্বক পরিচ্ছন্ন হবে।
৬। গলার সৌন্দরযকে মোহময় করে তুলতে গোসলের আগে দশ মিনিট পেঁপে কষ মেখে রাখুন।

পাঠকের মতামত

Comments are closed.