175007

জেনে নিন মশা আপনাকে পছন্দ করে কিনা

নূসরাত জাহান নিশা: অনেকে প্রায় অভিযোগ করে, মশা নাকি তাকেই বেশি কামড়ায়। আসলে মানুষের শরীরের কিছু কারণের ওপর নির্ভর করে মশা তাকে বেশি না কম কামড়াবে। আমেরিকান মসকিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল এডভাইসর জো কোনলন বলেন, মানুষের শরীর থেকে কী ধরনের উপাদান বা ঘ্রাণ বের হলে মশা আকৃষ্ট হয় তা নিয়ে বহু গবেষণা হয়েছে। গবেষণায় পাওয়া কিছু কারণ-

১. মশার কামড় রক্তের গ্রুপের উপরও নির্ভর করে। মশারা এ ব্লাড গ্রুপের চেয়ে ও ব্লাড গ্রুপের মানুষের প্রতি দ্বিগুণ আকর্ষণ বোধ করে। আবার বি ব্লাড গ্রুপের মানুষকে এ গ্রুপের চেয়ে বেশি কিন্তু ও গ্রুপের চেয়ে কম কামড়ায়। রক্তের গ্রুপ ছাড়াও, মানুষের ৮৫ শতাংশ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে একটি সংকেত জুড়ে পাঠাতে। তাদের রক্তের গ্রুপ নির্বিশেষে, মশা তাদের প্রতি আকৃষ্ট হয়।

২. মশা কার্বন ডাই অক্সাইডের প্রতি বেশি অাকৃষ্ট হয়। সাধারণত বয়সে বড় মানুষ ছোটদের চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে,  তাই বড়দের বেশি মশা কামড়ায়। গর্ভবতী নারীদেরও বেশি মশা কামড়ায় কারণ তারা বেশি কার্বন ডাই অক্সাইড ছাড়ে।

৩. যারা শরীরচর্চা পছন্দ করেন তাদেরও মশা বেশি পছন্দ করে। কারণ মশা শরীরের নড়াচড়া, গরম ও ঘাম পছন্দ করে। মানুষের শরীর থেকে ঘামের সৃষ্টি হয় এই ঘামে ল্যাটিক এসিড,ইউরিক এসিড,অ্যামোনিয়া এবং এই ধরনের কিছু পদার্থ থাকে যা মশাদের আকৃষ্ট করে।

৪.যদি ত্বকে স্টেরয়েড বা কোলেস্টেরল বেশি থাকে তাহলেও মশা আকৃষ্ট হবে। তবে ত্বকে বেশি কোলেস্টেরল মানে শরীরেও বেশি, তা নয়। যখন আপনার শরীরে কোলেস্টেরল প্রক্রিয়াজাত করে দ্রুত, তখন তা ত্বকেও ছড়িয়ে যায়।

৫. এক গবেষণায় দেখা গেছে যারা বিয়ার পান করেন তার ঘামে থাকা ইথানলও মশাদের টানে বেশি।

পাঠকের মতামত

Comments are closed.