174728

হার্টে রিং বসানোর নামে চলছে অনৈতিক ব্যবসা (ভিডিও)

নিয়ন্ত্রণ হীন ভাবে চলছে হার্টে রিং বসানোর ব্যবসা। আর্থিক অবস্থা বুঝে এবং হাসপাতালের পরিস্থিতি বুঝে হৃদরোগে আক্রান্তদের মূল্য নির্ধারণ করা হয়। প্রতিনিয়ত অসহায় রোগিরা হাসপাতালে গিয়ে প্রতারিত হচ্ছেন। পরিবার গুলির অভিযোগ এই রিংয়ের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো হাত নেই। বা সরকার কোনো উদ্যোগও নিচ্ছে না। জানা গেছে যাদের হার্ট অ্যাটাক হয় অথবা হার্টে বস্নক হয় তাদের হার্টে এই রিং বসানো হয়।

আর এই হার্টে রিং লাগাতে যদি পরিবার বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে যোগাযোগ করেন তাহলেই তাঁদের প্রতারিত হতে হচ্ছে। কোন রিং ভালো এবং তার দাম নিয়ে হতে হচ্ছে প্রতারিত। এরপর চিকিৎসকরা সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে ভয় দেখান। এরপর রিংয়ের দামের সঙ্গে অপারেশন চার্য তো আছেই। এবং বলা হয় কি রিং রোগির হার্টে লাগানো হবে তা নির্ধারণ করা হয় অপারেশন টেবিলে। সেখানে একটা রিং লাগিয়ে নেওয়া হচ্ছে অনেক বেশি মুল্য। আত্মীয় সজনদের অভিযোগ এই ধরণের কথা বলার পর আর কোনো রকম কিছু বলারই বিষয়ে বাকি থাকে না হাসপাতালের কাছে। পরিবার সব কিছু বিক্রি করে হলেও টাকা জোগাড় করতে বাধ্য।

বঙ্গবন্ধু মেডক্যাল কলেজের এক অধ্যাপক বলেন, হার্টের অসুবিধার জন্য এই রিং লাগানো হয়। এই রিংগুলির মাপ আলাদা আলাদা হয়। এর দাম ৭০ হাজা থেকে দেড় লক্ষ টাকা। এর পর অপারেশন চার্য এবং ওষুধ খরচ আছে। বেসরকারি হাসপাতাল গুলি যাচ্ছেতাই ভাবে এর দাম নেয়। ভারত, আমেরিকা এবং চিন থেকে এই রিং গুলি নিয়ে আসা হয়।

https://youtu.be/qMxCBenEsy8

পাঠকের মতামত

Comments are closed.