174607

ভারতীয়দের লক্ষ্য করে দাগ ওঠানো বিশেষ ওয়াশিং মেশিন!

নূসরাত জাহান: কাপড় থেকে তরকারি বা ঝোলের দাগ ওঠাতে কতই না কসরত করেন অনেকে। তারপরও ওঠে না দাগ। কিভাবে দাগ ওঠাবেন সেই চিন্তাই চলে। তাদের জন্য এবার সুখবর। কাপড় দাগ বেশেষ করে কারি বা ঝোলের দাগ ওঠাতে নতুন এক ওয়াশিং মেশিনে এসেছে ভারতের বাজারে। প্যানাসনিক কোম্পানি এ ওয়াশিং মেশিন এনেছে। আর তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে অবশ্য এই ওয়াশিং মেশিনটাকে ভারতীয়দের কাজের কাজি হিসেবেই তুলে ধরা হয়েছে। কারণ ঝোল-মশলা সমৃদ্ধ ভারতীয় খাবার বা কারি খেতে গিয়ে অনেকে কাপড়েই দাগ লাগে। সেই ‘কঠিন দাগ’ ওঠাতে এ ওয়াশিং মেশিন সক্ষম বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক।
কোম্পানিটি জানিয়েছে, বিশেষত ভারতের বাজারকে লক্ষ্য করে তারা নতুন ধরনের ওয়াশিং মেশিন তৈরি করেছে। যাতে একটি ‘কারি’ বাটক থাকবে। এটি চাপ দিলেই দাম পরিষ্কার হয়ে যাবে। এই নুত ওয়াশিং মেশিন উদ্ভাবন করতে তাদের সময় লেগেছে দুই বছর। এ মেশিনে বিভিন্ন রকম তাপমাত্রার গরম পানি ও তার প্রবাহের সমন্বয় পরীক্ষা করে দেখা হয়েছে।
প্যানাসোনিক জানিয়েছে, এরই মধ্যে তাদের এরকম ৫ হাজার মেশিন বিক্রি হয়েছে। আগামী মার্চের মধ্যে ৩০ হাজার ওয়াশিং মেশিন বিক্রির লক্ষ্য তাদের। এর দাম পড়ছে ২২ হাজার রুপি। তবে বিশেষ এ ওয়াশিং মেশিনের দাম একটু বেশি। ভারতের বাজারে থাকা অন্যান্য মেশিনের তুলনায় এর দাম ১০ শতাংশ বেশি। এছাড়া ভারতীয় নারীরা মাথায় দেওয়া তেলের দাগ ওঠাতেই সক্ষম এ মেশিন। তেলের দাগ ওঠানোর জন্যও একটি বিশেষ ‘সাইকেল’ রয়েছে এই মেশিনে। শুধু ভারতীয়দের জন্য এরকম আরো গোটা চারেক বিকল্প রাখা হয়েছে ওয়াশিং মেশিনে।
কোম্পাটি আরো জানিয়েছে, তারা এশিয়ার আরো কয়েকটি দেশের খাবার পরীক্ষা করেছে এবং কাপড় থেকে তার দাগ ওঠানোর জন্য সেসব দেশের উপযোগী করে আলাদা আলাদা ওয়াশিং মেশিন তৈরির চেষ্টা করছে। তবে কোন কোন দেশেল জন্য এমন মেশিন তৈরি করা হচ্ছে তা জানা যায়নি।
ভারতের মাত্র ১০ শতাংশ বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে। বাকিরা তাদের কাপড় পরিষ্কারের জন্য লন্ডিতে পাঠায় অথবা নিজেরাই পরিষ্কার করে। কাজেই সেখানে বাজার ধরার একটা সুযোগ রেয়েছে প্যানাসনিকের। সে লক্ষ্যেই বাজারে নেমেছে কোম্পানিটি। এছাড়া এ খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর একচ্ছত্র আধিপত্য খর্বও করাওতাদের লক্ষ্য।
গত ডিসেম্বরে প্যানাসনিক উত্তর ভারতের হরিয়ানা প্রদেশে তাদের ফ্যাক্টরি স্থাপনের ঘোষণা দেয়। সেখানে ফ্রিজ তৈরি করা হবে।
সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

Comments are closed.