174294

ট্রাম্পকে শিক্ষা দিতে স্ট্রিপ, হ্যাংকসকে নিয়ে স্পিলবার্গের সিনেমা

অনির্বাণ বড়ুয়া: মেরিল স্ট্রিপ ও মার্কিন মিডিয়াকে ক্ষেপিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো কাজ করেননি সেটি হাড়ে হাড়ে টের পেতে যাচ্ছেন। সরকারকে সঠিক পথে রাখতে মিডিয়ার ভূমিকা নিয়ে এবার আস্ত একটা সিনেমা তৈরি হচ্ছে। যাতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেরিল স্ট্রিপ। সঙ্গে থাকছেন টম হ্যাংকস। আর সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
সিনেমাটি নির্মিত হবে ওয়াশিংটন পোস্টের ১৯৭১ এর পেন্টাগন নথি ফাঁসের ওপর নির্ভর করে। নিউ ইয়র্ক টাইমসের মতে এই ফাঁসে প্রকাশ পেয়েছে কিভাবে ভিয়েতনাম যুদ্ধের সময় সরকার সুপরিকল্পিতভাবে কেবল দেশটির জনগণকেই নয় বরং কংগ্রেসকেও যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মিথ্যা বলেছিলো।
সিনেমাটির নাম হবে দ্য পোস্ট, যাতে টম হ্যাংকস অভিনয় করবেন ওয়াশিংটন পোস্টের সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে আর মেরিল স্ট্রিপকে দেখা পত্রিকাটির প্রকাশক কাই গ্রাহামের চরিত্রে। সিনেমাটিতে ফুটিয়ে তোলা হবে মিলিটারি অ্যানালিস্ট ড্যানিয়েল এলিসবার্গের ফাঁস করা ভিয়েতনাম যুদ্ধের নথি প্রকাশ করার অধিকার নিয়ে কীভাবে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও সম্পাদক দেশটির সরকারকে চ্যালেঞ্জ করেছিলো। এলিসবার্গের চরিত্রে কে অভিনয় করছেন সেটি এখনও ঠিক হয়নি।
সিনেমাটি নির্মান যথাযথ কারণ ওয়াশিংটন পোস্টের ওই নথি প্রকাশ সরকারের অপকর্মের তথ্য প্রকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে ‘মার্কিন জনগণের শত্রু’ বলে উল্লেখ করা তো আছেই।
ফক্স ও স্পিলবার্গের প্রযোজনা প্রতিষ্ঠান এম্বলিন এন্টারটেইনমেন্ট সিনেমাটি সহ-প্রযোজনা করবে এবং স্ক্রিপ্ট লিখবেন লিজ হান্না।

পাঠকের মতামত

Comments are closed.