174290

গোটা শহরের কল দিয়ে বেরলো গোলাপি পানি

সকালে কল খুলেই চমকে গেলেন নাগরিকরা। টলটলে স্বচ্ছ পানির বদলে টকটকে গোলাপি পানি বেরচ্ছে কল থেকে। শুধু এক বাড়ির ঘটনা নয়। শহরের প্রতিটি বাড়িতেই একই অবস্থা। সম্প্রতি এ ঘটনার কথা ভাইরাল হল নেটদুনিয়ায়।

 

 

 

আজব এ কাণ্ডটি ঘটেছে কানাডার ছোট্ট শহর অনোওয়েতে। বাড়ি বাড়ি থেকে উঠছিল একই অভিযোগ। কল খুললেই বেরচ্ছে রঙিন পানি। কখনও টকটকে গোলাপি রঙের পানি। কখনওবা রঙ হালকা। কিন্তু স্বচ্ছ পানি কোনওভাবেই আসছে না।

 

 

 

 

 

 

অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ছবি পোস্ট করেন। হালকা চালে তা আবার কেউ কেউ বিশ্বাস করতে চাননি। এরপরই আর এক নাগরিক ভিডিও পোস্ট করেন। ফলত সন্দেহের আর কোনও অবকাশ থাকে না।

 

 

 

 

কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? শহরের মেয়র জানাচ্ছেন, পানি সরবরাহে কোনওভাবে পটাসিয়াম পারম্যাঙ্গানেট মিশে যাওয়ার ফলেই ঘটেছে এ ঘটনা। সম্ভবত কোনও রিজারভারের একটি ভালভ অকেজো হওয়ার দরুণই পানির সঙ্গে তা মিশে গিয়েছে। তবে এখনও এ কারণ সম্পর্কে নিশ্চিত নন তিনি। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন জনগণকে।

পাঠকের মতামত

Comments are closed.