174256

হিন্দু ভক্তিগীতি গেয়ে ফেসবুকে ট্রোলড হলেন এক মুসলিম প্রতিযোগী

কন্নড় ভাষার সা রে গা মা পা অনুষ্ঠানে একটি হিন্দু ভক্তিমূলক সিনেমার গান গেয়ে ফেসবুকে ট্রোলের শিকার হয়েছেন এক মুসলিম মহিলা।

২২ বছর বয়সি সুহানা সায়েদের বাড়ি শিভামোগ্গা জেলার সাগারা শহরে। “গাজা” সিনেমার লর্ড বালাজিকে নিয়ে গানটি গান এই প্রতিযোগি। তিনি আরও একটি ফোকও গেয়েছেন। এবং বিচারকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়াও পেছেন। এবং এই গান গুলি বেছে নেওয়ার জন্যও তাঁকে ধন্যবাদ জানানো হয় বিচারকদের তরফ থেকে।

৪ মার্চের এই পর্বটি দেখানোর পর ম্যাঙ্গালোর মুসলিমরা ফেসবুকে পোস্ট করে, “সুহানা ভাবছে সে তার সৌন্দর্যকে নানা ধর্মের ছেলেদের সামনে তুলে ধরতে চাইছেন।”

এই পোস্টটি তাঁর প্রাপ্যকে অস্বীকার তো করলই সঙ্গে তাঁর পারফরমেন্সকে তুচ্ছ করার জন্য যথেষ্ঠ ছিল।

পোস্টে আরও বলা হয়েছে, “তোমার বাবা-মা তোমাকে অনেকের উপভোগের জন্য উৎসাহ দিয়েছে। এর বিচার তুমি পাবে। তুমি স্বর্গে কোনোদিন স্থান পাবে না।”

তবে পোস্টটি রিমুভও করে দেওয়া হয়েছে।

এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানের প্রযোজক এবং সায়েদ কিছুই বলেননি।

পাঠকের মতামত

Comments are closed.