174253

ইতিহাস সৃষ্টি করে চাম্পিয়ান্স লিগের শেষ আটে বার্সা

এভাবেও ফিরে আসা যায়। ম্যাচ শেষে একটি ব্যানারে লেখা দেকা যাচ্ছিল, “ইয়েস উই ক্যান”। চাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি করে পিএসজিকে এক প্রকার উড়িয়ে দিয়েই শেষ আটে পৌঁছে গেল লুইস এনরিকের বার্সেলোনা। প্রতম লেগে পিএসজির ঘরের মাঠে ৪-০ গোলে হেরে গিয়েছিল মেসির দল। সেই ৪ গোলের বদলা ৬-১ গোলে নিল কাতালানের দলটি। শুরুটা লুইস সুয়ারেসের হাত ধরে, শেষের নায়ক সের্হিও রবের্ত। মাঝে ছিলেন মেসি-নেইমারারা। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে শেষ আটে লা লিগা চ্যাম্পিয়নরা।

সমর্থকদের সামনে শুরুতেই সুয়ারেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির আগে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান মেসি। কিছুক্ষণ পর এদিনসন কাভানির গোলে লা লিগা চ্যাম্পিয়নদের স্বপ্ন শেষ হয়ে যেতে বসেছিল। কিন্তু চরম নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের শেষ দিকে দুই গোল করে ও আর সের্হি রবের্তোকে দিয়ে ইতিহাস গড়া শেষ গোলটি করিয়ে অবিশ্বাস্য এক জয় এনে দেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

পাঠকের মতামত

Comments are closed.