173913

ফুটবল খেলুন তবে বেশি ‘হেড’ নয়

রিয়াসাত আশরাফ: ঘরের ভেতর কম্পিউটার আর ভিডিও গেমস ছেড়ে, ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা করলে, খুশিই হওয়ার কথা বাবা মায়েদের। তবে সেক্ষেত্রে একটু সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক সম্প্রতি দাবি করেছেন, বেশি হেড দিয়ে খেললে ডিমেনশিয়ার মতো রোগ হতে পারে অকালে। যার ফলে, ব্যক্তিত্ব বদলে যাওয়া, মাথা ব্যথা, স্মৃতিভ্রংশের মতো সমস্যা তৈরি হতে পারে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিউ মরিস বলেছেন, “আমরা যখন বেশি হেড দিয়ে খেলা ফুটবলারদের মস্তিস্ক পরীক্ষা করি, তখন দেখেছি, সেখানে অনেক অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। বক্সারদের মস্তিষ্কেও এমন দেখা যায়।” ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, তারা বিস্তারিত পর্যালোচনা করে দেখবে। তবে মরিস আরও বলেছেন, সপ্তাহে এক বা দুই দিন ফুটবল খেললে আশঙ্কা করার কিছু নেই

পাঠকের মতামত

Comments are closed.