173389

যৌন অপরাধীদের রেজিস্ট্রি হবে কেরালায়

শায়েখ হাসান: যৌন নির্যাতনের হার কমাতে এবার যৌন অপরাধে অভিযুক্তদের রেজিস্ট্রি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালা রাজ্যের পুলিশ।

দেশটির একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মালয়ালম অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনা ভারতের এই রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর প্রেক্ষিত এবার রাজ্যটির পুলিশ যৌন নিপিড়কদের বিরুদ্ধে কড়া অবস্থান ঘোষণা করেছে। এর অংশ হিসেবে নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ।

প্রসঙ্গত, সম্প্রতি গাড়িতে নিয়ে গিয়ে সাত জনের দুষ্কৃতী দল মালয়ালম এক অভিনেত্রীর শ্লীলতাহানি করে। আর এই ঘটনার পরে যৌন অপরাধে অভিযুক্তদের নতুন রেজিস্ট্রি তৈরি করতে চলেছে কেরল সরকার।

এই রেজিস্ট্রিতে অভিযুক্তের নাম, ঠিকানা ও কি ধরনের অপরাধ করেছে তা সকলের সামনে তুলে ধরা হবে। এর ফলে কোনও কোম্পানি কর্মী নিয়োগের আগে এই বিষয়ে তথ্য সামনে থাকায় তা যাচাই করে নিতে পারবে। এমনকী এই ধরনের অভিযুক্তদের গতিবিধিও নজরে রাখা যাবে।

সংবাদ মাধ্যমটিতে একটি পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়েছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই ভারতের রাজধানী দিল্লিতে ১৪০টি ধর্ষণ ও ২৩৮টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই হার অন্যান্য রাজ্যেও খুব একটা কম নয়। তাই কেরল পুলিশ তাদের রাজ্যে এই ঘৃন্য কাজটি বন্ধ রাখতে এই অভিনব পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার কেরলের রাজ্যপাল পি সতশিবম এলডিএফ সরকারের নীতি নির্ধারণ সংক্রান্ত তথ্য পেশ করেছেন। সেখানেই এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অন্য ধরনের অপরাধ রুখতেও কী ধরনের পদক্ষেপ কেরলের বাম সরকার করতে চলেছে তা বলে দেওয়া রয়েছে। মহিলাদের জন্য আলাদা দফতর খোলার ভাবনার কথাও জানানো হয়েছে। সরকারি সূত্রে খবর, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে একজন করে মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা হবে। একইসঙ্গে পুলিশে ১৫ শতাংশের বেশি হারে মহিলা কর্মী নিয়োগ করা হবে।

সূত্র: ওয়ানইন্ডিয়া ।

পাঠকের মতামত

Comments are closed.