173386

ভারতে হোয়াটসঅ্যাপে সবজি বিক্রির উদ্যোগ

শায়েখ হাসান: সবজি ব্যবসা লাভজনক করতে এবার ডিজিটাল পদ্ধতিতে ক্ষেতের শাকসবজি বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে ভারতে। সেক্ষেত্রে ফেসবুক না অন্য কোনো সামাজিক মাধ্যম নয়, হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে সবজির খবর, সেখান থেকে দেয়া যাবে বিক্রিরও অর্ডার। পুরো কার্যক্রমটি পরিচালিত হবে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

একেবারে খাঁটি অর্গানিক সবজির বাজার চাঙ্গা করতে এই নতুন উদ্যোগ নিয়েছে ভারতের হরিয়ানার হর্টিকালচার দপ্তর। নাগরিকদের ক্ষেত অথবা কিচেন গার্ডেনের অর্গানিক ফল ও সবজি এবার বাজারে বিক্রির সুযোগ করে দেবে জেলার হর্টিকালচার দপ্তর। আর এ ব্যাপারে তাঁরা ভরসা রাখছেন ডিজিটাল পদ্ধতির উপরেই।

জেলা হর্টিকালচার বিভাগের আধিকারিক দীন মহম্মদ খান জানিয়েছেন, ‘আমরা এমন একটা পদ্ধতি তৈরি করার চেষ্টা করছি যেখানে কমিউনিটির সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বন্ধুবান্ধব, পাড়াপড়শি কিংবা আত্মীয়স্বজনের মধ্যে অর্গানিক ফল ও সবজি বিক্রি করতে পারবেন। গ্রিন লিফ ইন্ডিয়া উদ্যোগের অন্তর্গত এই পদক্ষেপ মানুষের মধ্যে তাজা অর্গানিক শাক সবজি ও ফল খাওয়ার সুঅভ্যেস তৈরি করবে।’

গ্রাহকদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে তৈরি হচ্ছে নতুন অফিস, যেখান থেকে সব কাজ পরিচালিত হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মতামত

Comments are closed.