173377

১২ দিনেই কমে গেল এমানের ৫০ কেজি ওজন

যখন তাঁকে ভারতে নিয়ে আসা হল সেই সময় তাঁর ওজন ছিল ৫০০ কেজি। বিশেষ বিমানে করে আনা হল মিশরের কায়রো থেকে মুম্বইয়ে। সেদেশে চিকিৎসায় খুব একটা সাড়া পাওয়া যাচ্ছিল না। মুম্বইতে আনার পরই মিলল সুফল। ১২ দিনের মধ্যেই সেই ৫০০ কেজি ওজনের মহিলার কমে গেল ৫০ কেজি ওজন।

এই মুহূর্তে মুম্বইয়ের সউফি হাসপাতালে চিকিত্সাধীন এমান আহমেদ। তাঁকে কড়া ডায়েটের অনুশাসনে রাখা হয়েছে। সঙ্গে রোজ চলছে ৯০ মিনিটের ফিজিওথেরাপি সেশন। ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এমান। এক সপ্তাহের মধ্যেই ৩০ কিলো ওজন ঝরে এমানের। আরও ৫দিনের মাথায় আরও ২০ কিলো। আর দু’ সপ্তাহ পর এমানের প্রথম অস্ত্রোপচারটি করা হবে। মুম্বইয়ের ডাক্তারদের টার্গেট, এই এক বছরে এমানের ওজন ২০০ কেজিতে নামিয়ে আনা। যার জন্য ঝরাতে হবে মোট ৩০০ কেজি।

গত ২৫ বছর ধরে শুধু ঘরবন্দি নয়, কার্যত বিছানাবন্দি ছিলেন ৩৭ বছরের এমান। কারণ একটাই, এই বিশাল বপু। নিজে হাতে কিছুই করতে পারতেন না তিনি। অত্যধিক ওজনের কারণে হাত তোলা, বিছানায় উঠে বসা সবেতেই অক্ষম ছিলেন এমান। রাতে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না। এখন অবশ্য সেই এমান রাতে পুরো ৮ ঘণ্টা ঘুমাচ্ছেন।

পাঠকের মতামত

Comments are closed.