173182

সম্পর্ক ঠিক করতে কাজগুলো করুন

নূসরাত জাহান: প্রত্যেক সম্পর্কেই টানাপড়েন, উত্থান-পতন আছে। কোনো সম্পর্কই সব সময় এক রকম যায় না। সেটা প্রেমিকা-প্রেমিকা, স্বামী-স্ত্রী যে সম্পর্কই হোক না কেন। আপনার প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, এটা বুঝতে পারছেন। তবে সেটা বেশি দূর টেনে না নিয়ে নিজেই একটু উদ্যোগ নিলে সম্পর্ক ঠিক করা যায়। আরেকজন বিষয়টি বুজে সে সমস্যা সমাধানে এগিয়ে আসবে তার জন্য বসে থাকার প্রয়োজন নেই। এক্ষেত্রে বিশেষ মানুষকে বিশেষ কোনো উপহার দিলেই হয়তো সম্পর্কের টানাপড়েন মিটে যাবে। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।
ইউনিভারসিটি অব নিউ হ্যাম্পশায়ার এর অধ্যাপক ড্যানিয়েল ব্রিক গবেষণা চালিয়েছেন। জার্নাল কনজুমার সাইকোলজি সাময়িকিতে সম্প্রতি গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘যখন বুঝতে পারবেন দুজনার সম্পর্কে ক্রমেই খারাপ হচ্ছে তখন তা ঠিক করে নিজেই কিছু করুন। উদাহরণ হিসেবে বলা যায়, কাজের যাওয়ার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর দেখলেন সিংকে রাতের বাসন পড়ে আছে। দুজনার সম্পর্ক স্বাভাবিক থাকলে হয়তো একজন আরেকজনকে এগুলো পরিষ্কার করে দিতে বলবে। আর সম্পর্ক খারাপ থাকলে একজন আরেকজনকে কথাটা বলবে না। কারণ তার মনে ভয় থাকে এমন কথা বললে সম্পর্ক আরো খারাপ হতে পারে। তাইতো অবস্থা বুঝেই নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। এমন কিছু করতে হবে যাতে সম্পর্কের অবনতি নয় উন্নতি হয়।’

তিনি আরো বলেন, ‘অনেক সময় সঙ্গীর পছন্দের ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করা হয়। এতে সম্পর্ক ভালো হয়। কারণ এ কাজটি করলে অপর পক্ষ খুশি হয়। তাই সম্পর্ক যখন বেশি খারাপ থাকে অপর পক্ষের একটি পছন্দের কাজ করাই যায়।’ গবেষণা দেখা গেছে, যখন দুজনের মধ্যকার সম্পর্ক খারাপ যায় তখন এক পক্ষ আরেক পক্ষের পছন্দের ব্র্যান্ডের জিনিস বেশি করে কেনে।

এ নিয়ে গবেষণা তিনটি ভিন্ন পরীক্ষা করে দেখেছে। সম্পর্কের ধরণ বোঝার জন্য দুজনের কাছে কফি, টুথপেস্ট, জুতাসহ ছয়টি বিষয়ে কোন কোন ব্র্যান্ড পছন্দ করে তা নিয়ে প্রশ্ন করেছে।

জরিপে অংশ নেওয়া লোকজন বলেছেন, ‘দুজনের সম্পর্কের টানাপড়েনের সময় তারা অবচেতনভাবেই সঙ্গীর পছন্দের ব্র্যান্ড ও কাজ বেশি করেন। মানুষ যখন দুঃখী থাকে তখন বেশি নিষ্ক্রিয় থাকে। তারা চায় অপরপক্ষ যেন সম্পর্ক ঠিক করতে এগিয়ে আসে। ’
ব্রিক বলেছেন, ‘মূলত সম্পর্ক ঠিক করার জন্য অবচেতনভাবে কাজ না করে সচেতনভাবেই কার করা উচিত। তাতে সম্পর্ক দ্রুত ঠিক হয়। এটা সিদ্ধান্ত নেওযার বিষয়ে সহায়ক হয়।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মতামত

Comments are closed.