172801

বিয়ের পর এই দম্পতিদের জলে ভাসিয়ে দেওয়া হয় এখানে

ভারতীয় বিয়ের সমস্ত রীতি নিয়ম কানুন মেনে বিয়ে দেওয়া হয় এই যুগলকে। আর বিয়ের পর তাদের পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়। ঘাবড়াবেন না, আসলে এই বিয়ের পাত্র পাত্রী হল হল একজোড়া ব্যাঙ। আসামের একটি গ্রামে ব্যাঙের বিয়ে বহু যুগ ধরে চলে আসছে। ভারতীয় বিয়ের সমস্ত রীতি রেওয়াজ মেনে, একদম মানুষের মত করে এই বিয়ে দেওয়া হয়। ব্যাঙ যুগলের বিয়ের নাম “ভেকুলি বিয়া”। গ্রামের মানুষদের বিশ্বাস হল এই বিয়ে দেওয়ার ফলে, সঠিক সময়ে বর্ষা আসবে এবং কৃষি ক্ষেত্রে উন্নতি হবে। সমস্ত গ্রামবাসীরা বিয়ের খরচ বহন করেন। এবং সমগ্র গ্রাম এই বিয়েতে একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন।

পাঠকের মতামত

Comments are closed.