172792

চিকেন পক্স হলে কোন জিনিসগুলির থেকে সাবধানে থাকবেন জেনে নিন

বসন্ত কাল আসন্ন। এবার চিকেন পক্সের সময়। ঘরে ঘরে দেখা দেবে চিকেন পক্স। এবং ছোঁয়াচেও বটে। তাই একজনের চিকেন পক্স হওয়া মানে তাঁর কাছের লোকজনকেও থাকতে হবে খুব সাবধানে। তাই চিকেন পক্স হলে কি কি জিনিস গুলি একেবারেই করা উচিত নয় সেগুলি একবার জেনে নিন।

১) ঠাণ্ডা খাবার খাবেন না- এই সময় যেকোনও খাবারই একটু গরম-গরম খাবেন। ঠাণ্ডা খাবার একদম খাবেন না। বিশেষ করে ফ্রিজের খাবার ছুঁয়েও দেখবেন না।

২) বেশি জল খাবেন – এই সময় মুখের স্বাদ চলে যায়। তাই জল খেতেও খুব একটা ইচ্ছে করে না। কিন্তু ইচ্ছে না করলেই তো আর হবে না। জল রোজ নিয়ম করে খাবেন।

৩) ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না – এখন মানুষ কিছু হলেই নিজেই ওষুধ খেয়ে নেন। কিন্তু সেই কাজ একদম করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।

৪) পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন – এই রোগের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি। না হলে, রোগ পরিবারের অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে দ্রুত।

পাঠকের মতামত

Comments are closed.