172789

ইউটিউব নিয়ে এল এবার ধামাকা ফিচার

বিশ্বের সবথেকে বড় ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব। এবার নিজের গ্রাহকদের জন্য আরও একটি নতুন আকরর্ষণীয় পরিষেবা আনতে চলেছে তারা। এবার তারা চালু করতে চলেছে লাইভ স্ট্রিমিং ফিচার। এর সাহায্যে নিজের যে কোনো ভিডিও লাইভ শেয়ার করতে পারবেন ইউটিউব ব্যবহারকারীরা।

তবে এই ফিচারটি কেবল তারাই পাবেন যাদের ইউটিউবে ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ৷
ইউটিউবের মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি মোবাইল লাইভ স্ট্রিমিং করা যাবে ৷ স্ট্রিমিং করা ভিডিও-তে সেই সমস্ত ফিচার থাকবে যা এমনি ভিডিওতে থাকে ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সুপারচ্যাট পরিষেবাও চালু করা হয়েছে ৷ এর মাধ্যমে টাকা রোজগার করা সম্ভব ৷ ২০টির বেশি দেশের ব্যবহারকারীরা এর ব্যবহার করতে পারবেন ৷

এই ফিচার ব্যবহার করার জন্য মোবাইলে ইউটিউব অ্যাপ থাকা বাধ্যতামূলক ৷ অ্যাপে দেওয়া capture বটনে ক্লিক করে লাইভ স্ট্রিমিং চালু করা যাবে ৷

পাঠকের মতামত

Comments are closed.