172474

২০৩ জন সন্তান, ১৩০ জন স্ত্রীকে রেখে পরোলোক গমন করলেন মাসাবা!

২০৩ জন সন্তান ১৩০ জন স্ত্রীকে রেখে মারা গেলেন নাইজেরিয়ার ৯৩ বছর বয়সী বিতর্কিত ধর্মযাজক বাবা আবুবকর মাসাবা। পুরো নাম আলহাজি মহম্মদ আবুবকর বেলো মাসাবা। গত শনিবার নাইজার প্রদেশের বিড়াতে মারা যান তিনি। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বার্র্ধক্য জনিত কারণে তিনি ভুগছিলেন বলে খবর পাওয়া গেছে।

২০০৮ সালে শরিয়া আদালত তাঁকে নির্দেশ দেয় ৮৬ জন স্ত্রীর মধ্যে ৮২ জনকে বিচ্ছেদ দিতে। কারন ইসলাম ধর্মাবলম্বি একসঙ্গে ৪ জনের বেশী স্ত্রী রাখতে পারেন না। কিন্তু মাসাবা জানান তিনি ধর্মের নীতি ভাঙেননি। উল্টে কোরানের ব্যাখ্যা করে বলেন একজন যত খুশি বিয়ে করতে পারেন। ঈশ্বর নাকি তাঁকে নির্দেশ দিয়েছিলেন বিয়ে করে যেতে। এরপর প্রবল চাপে পড়ে তার বিরুদ্ধে মামলা খারিজ করে নেওয়া হয়।

সালাউদ্দিন বেলো জানিয়েছেন, মৃত্যুর আগে মাসাবা তাঁকে বলেন, আমার সময় হয়ে গিয়েছে। আমার কাজ সম্পন্ন হয়েছে। এবার আমি আমার সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাত করব। বেলো আরও জানান, সারা জীবনে কোনওদিন ওষুধ খাননি মাসাবা। কাউকে ওষুধ খাওয়ার সুপারিশও করেননি। তিনি যোগ করেন, মাসাবার মৃত্যুর সময় তাঁর সকল স্ত্রী ও সন্তানরা পাশে ছিলেন।

শেষ দিন পর্যন্ত ২০৩ সন্তানের জনক ছিলেন ‘বাবা’ (ভালবেসে তাঁকে এই নামে ডাকা হত) মাসাবা। তবে, এখানেই শেষ নয়। জানা গিয়েছে, মাসাবার ১০৩ স্ত্রীর মধ্যে কয়েকজন বর্তমানে অন্তঃসত্ত্বা।

পাঠকের মতামত

Comments are closed.