172287

ব্যান হয়ে যেতে পারে জি বাংলা-স্টার জলসা, সঙ্কটে বাংলা মা-কাকিমারা!

সন্ধ্যাবেলা প্রায় বেশীরভাগ বাড়িতে ঝগড়ার ২ টি চ্যানেল। স্টার জলসা এবং জি বাংলা। টিভির সামনে রিমোর্ট হাতে নিয়ে বসে পড়ছেন মা-কাকিমারা। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠছেন বাবা-কাকুরা। এই সময়টা বাবা-কাকাদের মনের মধ্যে ঢুঁ মারলে বোঝা যাবে সিরিয়াল নামের এক শত্রুতা যেন পিছু নিয়েছে তাঁদের। মফসসল হোক বা ঝাঁ চকচকে শহর অথবা গ্রাম প্রতিটি ঘরেই নতুন রুটিন এই সিরিয়াল। আর এই সিরিয়াল এখন পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বাংলাদেশের চৌহদ্যিতে। আর তাতেই বাংলাদেশের মেগা সিরিয়াল গুলির পরিচালকদের মধ্যে এখন পশ্চিমবঙ্গের বাবা-কাকাদের মত অবস্থা।

এখন পশ্চিমবঙ্গের এই সিরিয়াল গুলির জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মেগা সিরিয়াল গুলি। তাই সেই সিরিয়াল গুলির জনপ্রীয়তা ফিরিয়ে আনতেই একটু অন্যপথে হাঁটতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে বন্ধ হতে চলেছে ভারতের তিনটি জনপ্রীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা। বাংলাদেশের যুক্তি, ভারতের মেগা সিরিয়াল গুলির জন্য ক্ষতি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। ভারতীয় ধারাবাহিক গুলি বন্ধ করার দাবি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরে ২০১৪-এর ১৯ অক্টোবর ওই মামলার শুনানি শেষে এই তিনটি ভারতীয় চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি। আর সেই বিষয়ে আগামীকাল ২৯ জানুয়ারি চূড়ান্ত রায় জানাতে চলেছে বাংলাদেশের আদালত। এই রায়ের পরই ঠিক হবে বাংলাদেশের এই সিরিয়াল গুলি আর দেখা যাবে কিনা।

তবে যদি এই চ্যানেল গুলি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে ভারতীয় সিরিয়াল প্রেমীদের যে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে তা হয়তো বুঝছেন না বাংলাদেশের পরিচালকরা। এবং সেই স্বাধীনতা পুনরুদ্ধারে আবার একবার স্বাধীনতা আন্দোলনেও নামতে পারেন বাংলাদেশের মা কাকিমারা। কারন সিরিয়ালে যেমন গল্পে গরু গাছে উঠলেও অবাক হওয়ার কিছূ নেই। তেমনই সিরিয়ালের জন্য মা-কাকিমাদের বিদ্রোহ দেখা দিলেও অবাক হওয়ার কিছুই নেই।

পাঠকের মতামত

Comments are closed.