172197

ব্যান হয়ে যেতে পারে “রইস”

নিষিদ্ধ করা হোক “রইস” এমনই দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। “রইস ডনদের কুখ্যাতিকে সম্মান জানাচ্ছে”, এই যুক্তিতেই রইসকে নিষিদ্ধ করার দাবি তুলেছে উগ্র হিন্দুবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এই একই দাবিতে বাদশার এই সিনেমাটিকে ব্যান করার কথা বলেছে শিবসেনাও। দাবিটি উঠেছে গুজরাতে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলা হয়েছে, “ভারতে অনেক মহান ব্যক্তিত্ব রয়েছে যাদের উপর সিনেমা তৈরি করা যায়। কিন্তু শাহরুখ বেছে নিয়েছেন আবদুল লতিফের মত একজন ক্রিমিনালকে। যদিও শাহরুখ বলছেন ছবিটি পুরোটাই কাল্পনিক চিত্রনাট্যের উপর নির্মিত। কিন্তু সকলেই জানেন সিনেমাটি লতিফকে নিয়ে তৈরি।”

এখানেই শেষ নয়, বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ থেকে বাদ পড়েননি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। তাদের যুক্তি, ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন যে মাহিরা, তাঁকেও এই ছবিতে নিয়েছেন এসআরকে। এই পরিপ্রেক্ষিতে টিম রইসের থেকে কোনো বিবৃতি আসেনি। উল্টে ভারতে প্রোমশনের জন্য মাহিরাকে আনেননি শাহরুখ।

পাঠকের মতামত

Comments are closed.