172049

টাকাকে নিজের দিকে টেনে নেয় এই গাছ

টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করার বিকল্প কিছুই হয় না। কিন্তু অনেক সময় পরিশ্রম করার পরও টানাটানি লেগেই থাকে। এরজন্য বাস্তু উপায়ে বলা হয় যে বাড়িতে মানি প্ল্যান্টে লাগিয়ে দেখুন। এটা খুবই প্রচলিত। অনেক বাড়িতেই এটা দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কোনো দিন “ক্রাসুলার” নাম শুনেছেন? এটাকে মানি ট্রি বলা হয়। এবার বিষয়টি নিয়ে একটু খুলে বলা যাক। যে ভাবে আমাদের বাস্তু শাস্ত্র হয়, সেভাবেই চিনে ফ্যাঙ্গু শুই হয়। এবং এর মতে, এমন একটি গাঠ আছে যেটাকে বাড়িতে রাখলে সে নিজে নিজেই টাকাকে নিজের দিকে টেনে নেয়। এই গাছকেই ক্রাসুলা বলে। এর পাতা খুবই চওড়া হয়। কিন্তু হাত লাগালে এর মোলায়েম ভাব অনুভব করা যায়। এই গাছের পাতা না সম্পূর্ণ সবুজ হয় না সম্পূর্ণ হলুদ। দুটি রঙের মিশ্রণে এই পাতার রঙ হয়। এই গাছের পাতা অন্য গাছের পাতার মত নরম হয় না।

বাড়িতে গাছ লাগালেই ওঠে এর দেখা শোনা কে করবে বা কিভাবে করা যাবে। তাহলে জেনে রাখা দরকার এর দেখা শোনার জন্য চিন্তার কোনো কারন নেই। ২-৩ দিন ছাড়াই যদি এতে জল দেন তাহলেও এটি শুকনো হবে না। ক্রাসুলা ছায়াতেও হয়। এই গাছটি অনেকটা জায়গা জুড়ে হয় না। ছোটো একটি টবে বা গামলাতেও এটি বসাতে পারেন।

পাঠকের মতামত

Comments are closed.