172052

আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য খেয়াল রাখুন এই দিক গুলির উপর

আমাদের বড়রা বার বার বলেন যে বাড়িতে নুন থাকে সেই বাড়ির উন্নতি বজায় থাকে এবং যে বাড়িতে নুন থাকে না সেই বাড়িতে লক্ষী থাকে না। এদিকে হলুদকে গণেশের আর এক রূপ বলা হয়্ বাস্তু শাস্ত্রের বিচারে দুটি জিনিসেরই গুরুত্ব অনেক বেশী। বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য নুন আর হলুদ বাড়িতে থাকা শুভ মনে করা হয়। এই দুটি জিনিস ব্যবহার করেই অনেক দোষ শেষ করা হয়। কিন্তু নুন আর হলুদ; একসঙ্গে রাখা শুভ নয়। হ্যাঁ, বলা হয় এতে নাকি মতিভ্রম হতে পারে। এই রকম আরও কিছু জিনিসের খেয়াল রেখে নিজের বাড়ি, ঘরের সুখ শান্তি, সমৃদ্ধি বজায় রাখা যেতে পারে। যেমন-

-বাড়িতের কোনো দরজাতে আয়না লাগাবেন না। এই পরিস্থিতি হানীকারক হতে পারে।
-প্রবেশ দ্বারের সামনে কিচেন যেন না থাকে। এতে অনেক অসুখের জন্ম হতে পারে। এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও কমে যেতে পারে। যদি কিচেনের স্থান পরিবর্তন করা জায়গা না থাকে তাহলে দরজার পর্দা লাগিয়ে দেওয়াই ভালো।
-পুজা করার ঘরটি সাধারনত কাঠ দিয়েই তৈরি করুন। লোহা বা টিনের নয়।
-সমৃদ্ধি বজায় রাখার জন্য বাড়ি অথবা অফিসের দক্ষিণ পূর্বভাগে ক্রিস্টাল রাখুন।
-রোজগার না হওয়ার পরিস্থিতিতে নিজের বাড়ির জলের প্রবাহ কোন দিকে দেখুন। উত্তর-পূর্ব দিকে প্রবাহ থাকলে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে থাকে।

পাঠকের মতামত

Comments are closed.