171963

পুরানো সংবাদ পত্রের রং হলুদ হয়ে যায় কেন?

পুরানো সংবাদ পত্র সবসময়ই হলুদ হয়ে যায়। সাদা খবরের কাগজ কিভাবে এইরকম উজ্জ্বল্য হারিয়ে ফেলে তা কি কখনও ভেবেছেন? আসুন তাহলে জেনেই নেওয়া যাক কেন এমনটা হয়।

খবরের কাগজ বা এমনি কাগজ যাই হোক না কেন, যেকোনও কাগজই মূলত তৈরি হয় কাঠ থেকে। আর এই কাঠে প্রাথমিকভাবে থাকে দুটি উপকরণ- একটি হল সেলুলোজ ও অন্যটি লিগনিন। কাগজে থাকা এই সেলুলোজ এবং লিগনিন সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর মধ্যে থাকা অক্সিজেনের দ্বারা জারিত হয়, অর্থাত্ ইলেকট্রণ বেড়িয়ে যায়। আর তার ফলেই কাগজ-পত্র হলুদাভ বাদামী রঙ ধারণ করে।
তবে আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে, সীমিত পরিমান লিগনিন থাকা অ্যাসিড-ফ্রি কাগজ ব্যবহার করুন। এবার দেখে নিন ভিডিওটি যা দেখলে বুঝতে পারবেন কেন ও কীভাবে হলুদ হচ্ছে কাগজ-

https://youtu.be/RKA2N9eRyds

পাঠকের মতামত

Comments are closed.