171882

ঘোষিত হল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন পত্র

ঘোষণা হয়ে গেল ভারতের অন্যতম গুরুত্বপুর্ণ এবং মর্যাদা সম্পন্ন এওয়ার্ড শো; ৬২তম ফিল্ম- ফেয়ার অ্যাওয়ার্ডস এর মনোনয়ন পত্র।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে- ‘দঙ্গল’, ‘নিরজা’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘উড়তা পাঞ্জাব’, ‘সুলতান’ এবং ‘পিঙ্ক’।

সেরা চলচিত্র পরিচালক বিভাগে নির্বাচিত হয়েছেন, অভিষেক চৌবে- উড়তা পাঞ্জাব, আলি আব্বার জাফর – সুলতান, করণ জোহর – অ্যায় দিল হ্যায় মুশকিল, নিতেশ তিওয়ারি – দঙ্গল, রাম মাধবানি – নিরজা, শাকুন বাত্রা – কাপুর অ্যান্ড সন্স।

সেরা অভিনেতা (পুরুষ) আমির খান – দঙ্গল, অমিতাভ বচ্চন – পিঙ্ক, রণবির কাপুর – অ্যায় দিল হ্যায় মুশকিল, সলমন খান – সুলতান, শাহরুখ খান – ফ্যান, শহিদ কাপুর – উড়তা পাঞ্চাব, সুশান্ত সিং রাজপুত – এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি।

সেরা অভিনেতা (মহিলা) অশ্বর্য রাই বচ্চন – সরবজিত, আলিয়া ভাট – ডিয়ার জিন্দেগি, উড়তা পাঞ্জাব, অনুশ্কা শর্মা – অ্যায় দিল হ্যায় মুশকিল, সোনাম কাপুর – নিরজা, বিদ্যা বালান – কাহানি ২।

সেরা সঙ্গিত পরিচালকের মনোনয়ন পেয়েছেন, প্রিতম – অ্যায় দিল হ্যায় মুশকিল, শঙ্কর-অ্যাহশান-লয় – নিরজা, বিশাল-শেখর – সুলতান।

সেরা গায়ক, অমিত মিশ্র – বুল্লেয়া(অ্যায় দিল হ্যায় মুশকিল), অরিজিৎ সিং অ্যায় দিল হ্যায় মুশকিল, চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল), আতিফ আসলাম – তেরে সঙ্গ ইয়ারা (রুস্তম), রাহাত ফাতে আলি খান – জগ ঘুমেয়া (সুলতান)।

সেরা গায়িকা কনিকা কাপুর ডা ডা ডাসে (উড়তা পাঞ্জাব), জনিতা গান্ধী – ব্রেক আপ সঙ্গ (অ্যায় দিল হ্যায় মুশকিল), নীতি মোহান – স আসমান (বার বার দেখো), নেহা ভাসিন – জগ ঘুমেয়া (সুলতান), পলক মুছল – কন তুঝে (এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি), কুরত বালোচ – কারি কারি (পিঙ্ক)।

৬২ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০১৭।

পাঠকের মতামত

Comments are closed.